আজ বড়দিন। দেশজুড়ে উৎসবের আমেজ। বড়দিন মানেই বাঙালির চাই জিভে জল আনা কেক। কেক ছাড়া বড়দিনের মজাটাই যেন অস্পম্পুর্ণ। এর মাঝেই রামমন্দিরের নকশায় কেক তৈরি করে চমকে দিয়েছেন শিলিগুড়ির বাসিন্দা পেশায় কেক শিল্পী প্রিয়াঙ্কা দে।
রাম মন্দিরের থিমে ক্রিসমাস কেক তৈরি করে সকলকে চমকে দিয়েছেন তিনি। কেক শিল্পী প্রিয়াঙ্কা সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে কথা বলার সময় বলেছিলেন যে 'আমরা সবাই জানি যে ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে… আমি সবসময় এই নিয়ে কিছু একটা করতে চেয়েছিলাম। যেহেতু আমি একজন কেক শিল্পী, তাই আমি রাম মন্দিরের থিমযুক্ত কেক বানিয়েছি'।
এর আগে, সুরাতের এক হীরা ব্যবসায়ী রাম মন্দিরের থিমে একটি সুন্দর নেকলেস তৈরি করে সকলকে চমকে দিয়েছেন । নেকলেসটিতে পাঁচ হাজারের বেশি আমেরিকান ডায়মণ্ড ব্যবহার করা হয়েছে। এই প্রসঙ্গে ব্যবসায়ী জানিয়েছেন 'আমরা অযোধ্যায় নবনির্মিত রাম মন্দির দেখে অনুপ্রাণিত হয়েছি। এটি কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয়। রাম মন্দিরের জন্যও কিছু উপহার দেওয়া উচিত এই অভিপ্রায়ে আমরা এটি তৈরি করেছি। রামায়ণের প্রধান চরিত্রগুলো খোদাই করা হয়েছে নেকলেসে'।
অযোধ্যায় ভগবান শ্রী রামের নবনির্মিত মন্দির উদ্বোধণের প্রস্তুতি চলছে পুরোদমে। রাম মন্দির ট্রাস্ট দাবি করেছে যে ডিসেম্বরের শেষ নাগাদ প্রথম তলার ফিনিশিং এবং নির্মাণ শেষ হবে। আট ঘণ্টার ৩টি শিফটে অত্যন্ত দ্রুতগতিতে মন্দির নির্মাণের কাজ চলছে।
অযোধ্যায় ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতেই হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। হাজার হাজার মানুষকে এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।