Bengali Dancer shot dead in america: ভিন দেশে নাচের প্রশিক্ষণ নিতে গিয়ে প্রাণের বলি দিতে হল বাঙালি এই শিল্পীকে। এই খবর তাঁর বাড়িতে পৌঁছোতেই মাথায় আকাশ ভেঙে পড়ার জোগাড় পরিবারের সদস্যদের। যুবকের আকস্মিক মর্মান্তিক এই পরিণতিতে তাঁর প্রতিবেশীরাও হতভম্ব।
বীরভূমের সিউড়ির বাসিন্দা নিহত ওই যুবকের নাম অমরনাথ ঘোষ (Amarnath Ghosh)। আমেরিকার (America) রাস্তায় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে ওই যুবকের। সিউড়ির (Siuri) রবীন্দ্রপল্লির বাসিন্দা ওই যুবক।
বাবা-মা মারা যাওয়ায় সিউড়ির সোনাতোড় পাড়ায় কাকা শ্যামল ঘোষের বাড়িতেই থাকতেন অমরনাথ। অমরনাথের কাকিমা ভগবতী ঘোষ জানান, অমরনাথের বাবা-মা মারা যাওয়ার পর ভাইপো একা বাড়িতে থাকত। ছোট থেকেই তাঁর নাচের (Dance) প্রতি দারুণ ঝোঁক ছিল। নাচের প্রশিক্ষণ নিতে ভিনরাজ্যেও গিয়েছে অমরনাথ।
এর আগেও আমেরিকায় নাচের প্রশিক্ষণ নিতে গিয়েছিল সে। ওয়াশিংটন ইউনিভার্সিটিতে (Washington University) নাচের প্রশিক্ষণ নিতে গিয়েছিল অমরনাথ। বৃহস্পতিবার তাঁর এক বন্ধু কর্ণাটকের (Karnataka) বাসিন্দা প্রবীণ পাউল ফোনে অমরনাথের সিউড়ির বাড়িতে এই নৃশংস খুনের ঘটনা জানান।
আরও পড়ুন- Kunal Ghosh: ‘উনি বড়সড় শেখ শাহজাহান! গালে দাড়ি আছে।’ দলের কাকে নিশানা কুণালের?
নিহত যুবকতের কাকিমা ভগবতী ঘোষ বলেন, “আমার বড় ননদের ছেলের বউকে ফোনে খুনের ঘটনা জানানো হয়। সে জানায় অমরনাথকে আমেরিকার রাস্তায় গুলি করে খুন করেছে দুষ্কৃতীরা। তবে সরকারিভাবে এখনও কোনও খবর পাওয়া যায়নি।"
আরও পড়ুন- PM Modi Arambagh Rally: লোকসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে ইস্যুর সুর বেঁধে দিলেন মোদী, লক্ষ্য এবার মুসলিম মহিলা ভোটেও
এদিকে, ভাইপোর দেহ ফেরাতে এবার জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন কাকা শ্যামল ঘোষ। জেলাশাসকের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা। জেলাশাসক পূর্ণেন্দু মাজি বলেন, “পরিবারের পক্ষ থেকে আমার কাছে আবেদন করা হয়েছে। সেই আবেদনের ভিত্তিতে বিষয়টি আমি নবান্নে (Nabanna) জানিয়েছি। সেখান থেকে রিপোর্ট পাওয়া গেলে বিষয়টি জানাতে পারব।”