Advertisment

WBCS-এ বাংলা ভাষায় বাধ্যতামূলক পেপার, উচ্ছ্বসিত বাংলা পক্ষ

এবার ডব্লিউবিসিএস-এ বাংলা ভাষায় পরীক্ষা বাধ্যতামূলক করা হল।

author-image
IE Bangla Web Desk
New Update
bengali paper is mandatory in wbcs bangla pokhho demands its their victory

ডব্লিউবিসিএস-এ বাংলা বাধ্যতামূলক।

এবার ডব্লিউবিসিএস-এ বাংলা ভাষায় পরীক্ষা বাধ্যতামূলক করা হল। ডব্লিউবিসিএস পরীক্ষায় বাংলায় একটি পেপার বাধ্যতামূলক করার ব্যাপারে বহুদিন ধরেই চিন্তা-ভাবনা চলছিল। অবশেষে সেই সিদ্ধান্তে সিলমোহর পড়েছে। 'বাংলা পক্ষ' নামে একটি সংগঠনের দাবি, রাজ্য প্রশাসনের এই উদ্যোগ তাঁদেরই দীর্ঘ সংগ্রামের ফল। ডব্লিউবিসিএস পরীক্ষায় বাংলা ভাষায় একটি পেপার বাধ্যতামূলক করার ব্যাপারে তাঁরাই অগ্রণী ভূমিকা নিয়েছিল বলে দাবি সংগঠনটির।

Advertisment

উল্লেখ্য, দেশের বিভিন্ন রাজ্যের সিভিল সার্ভিস পরীক্ষায় নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্যের প্রার্থীদের নিজেদের ভাষায় একটি পেপারে বসা বাধ্যতামূলক ছিল। 'বাংলা পক্ষ' নামে ওই সংগঠনটির দাবি, এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য ছিল যেখানে ডব্লিউবিসিএস পরীক্ষায় বাংলা বা সহযোগী রাজ্য ভাষা নেপালির লিখিত পেপারে পাশ করা বাধ্যতামূলক ছিল না।

আরও পড়ুন- ‘মনে হচ্ছে অভিষেক সংক্রান্ত মামলাটিই সরছে’, ধারণা বিকাশরঞ্জনের

তারই জেরে ভিনরাজ্যের প্রার্থীরা বাংলা না জেনেও ডব্লিউবিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাচ্ছিলেন বলে দাবি সংগঠনটির। তামিলনাড়ুতে তামিল, কর্নাটকে কন্নড়, কেরলে মালায়ালম, মহারাষ্ট্রে মারাঠি, গুজরাতে গুজরাতি, ওড়িশায় ওড়িয়ায় নিয়োগ ব্যবস্থা চালু রয়েছে বহুদিন ধরেই। এবার সেই তালিকায় নবতম সংযোজন হল পশ্চিমবঙ্গ। বাংলা পক্ষের দাবি, পাঁচ বছর ব্যাপী টানা আন্দোলনের ফল পেয়েছেন তাঁরা।

West Bengal examination
Advertisment