Poet Bhabani Prasad Majumder: প্রয়াত শিশু সাহিত্যিক ও ছড়াকার ভবানীপ্রসাদ মজুমদার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। মঙ্গলবার গভীর রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে যে, গত পাঁচ বছর ধরেই নানা ধরনের বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। ডিমেনশিয়ার সমস্যাও ছিল তাঁর। দিন কয়েক আগে তাঁর নিউমোনিয়া ধরা পড়ে। শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছিল। পারিবারিক চিকিৎসকের নির্দেশ অনুযায়ী গত সোমবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউ-তে ভর্তি চিকিৎসাধীন ছিলেন কবি। কিন্তু শেষরক্ষা হল না।
ভবানীপ্রসাদ মজুমদারের অত্যন্ত জনপ্রিয় কবিতা বাংলাটা ঠিক আসে না'। বাংলা ভাষাকে বাঁচানোর তাগিদে যাঁরা এখনও লড়েন, তাঁদের মুখে স্লোগানের মতোই শোনা যায় এই কবিতা। শিশুদের জনপ্রিয় সাহিত্য বই ‘ছন্দে গড়া আবৃত্তি ছড়া’, ‘মিঠে কড়া আবৃত্তি ছড়া’, ‘রক্তে ভাসা বাংলা ভাষা’, ‘মিঠে কড়া মজার ছড়া’, ‘মিঠে কড়া পশুর ছড়া’, ‘ছন্দে গড়া মহান যারা’।
সাহিত্যে অবদানের জন্য উপেন্দ্রকিশোর রায় পুরস্কার, সত্যজিৎ রায় পুরস্কার, শিশু সাহিত্য সংসদ পুরস্কার, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার, সুকান্ত পুরস্কার, অমৃতকমল পুরস্কার সহ একাধিক পুরস্কার পেয়েছেন ছড়াকার ভবানীপ্রসাদ মজুমদার। আজ সকালে তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নামে সাহিত্যিক ও কবি মহলে।
১৯৫৩ সালের ৯ এপ্রিল হাওড়া জেলার জগাছা থানার অন্তর্গত দাশনগরের কাছে দক্ষিণ শানপুর গ্রামে জন্ম ছড়াকার ভবানীপ্রসাদ মজুমদারের। তাঁর ছোটবেলা কাটে সেই গ্রামেই। স্কুলে শিক্ষকতা করেছিলেন ভবানীপ্রসাদ। ছোট ছেলেমেয়েরা ছিলেন তাঁর প্রাণ। তিনি ছড়া লিখতেন তাদের আনন্দ দিতেই। এই কবি ও সাহিত্যিক‘ভবানী স্যার’ নামে গোটা তল্লাটে জনপ্রিয় ছিলেন।