Sunil Gangopadhyay: শেখ হাসিনার সরকার পতনের পর নতুন করে 'স্বাধীন' হয়েছে বাংলাদেশ। কিন্তু 'স্বাধীন' বাংলাদেশেও জবরদখল চলছেই। সংখ্যালঘু হিন্দুরে ব্যবসা, দোকান, ঘরবাড়ি, এমনকী মন্দিরও ছাড় পাচ্ছে না লুঠপাট, ভাঙচুর থেকে।
এবার জবরদখলের অভিযোগ উঠল এপার বাংলার মহান সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটের। মাদারিপুর জেলার ডাসার উপজেলায় নীললোহিতের পৈতৃক ভিটে ভাঙচুর করে বিএনপি-র স্থানীয় এক নেতা। শুধু তাই নয়, সেই ভিটেতে চালের গুদাম বানানো হয়েছে বলে ওপার বাংলার প্রথম শ্রেণির দৈনিক সংবাদমাধ্যম প্রথম আলোয় প্রকাশিত হয়েছে।
খবরে প্রকাশিত, ডাসার উপজেলার কাজিবাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া মৌজায় প্রয়াত কিংবদন্তী সাহিত্যিকের সাত একর ১৫ শতক পৈতৃক জমি রয়েছে। তার মধ্যে প্রায় তিন একর সরকারের খআসজমি হিসাবে রেকর্ড করা হয়েছে পরবর্তী কালে। সেই জমির একটি অংশে বেশ কয়েক বছর আগে সুনীল স্মৃতি পাঠাগার তৈরি হয়। কিন্তু গত শনিবার বিএনপি নেতা সোহেল হাওলাদার এবং তাঁর সঙ্গী-সাগরেদরা লাইব্রেরির তালা ভেঙে ঢুকে সব বইপত্র, আসবাব তছনছ করেন বলে অভিযোগ।
সোহেলের সাঙ্গপাঙ্গরা বইপত্র, লেখার সামগ্রী, আসবাব নষ্ট করে দেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি-সহ একাধিক মূল্যবান জিনিস ভাঙচুর করা হয় বলে অভিযোগ। সাহিত্যিকের বাডডির সামনে শেখ হাসিনার আমলের জেলা প্রশাসনের একটি সাইনোবোর্ডও ভেঙে ফেলা হয়েছে।
আরও পড়ুন হাসিনাকে হুঙ্কার ছুঁড়ে ভারতকে চরম হুঁশিয়ারি ইউনূসের, তলানিতে ভারত-বাংলাদেশ সম্পর্ক?
এর পর ওই পাঠাগারে প্রায় এক ট্রাক চালের বস্তা রেখে নতুন তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে খবরে প্রকাশিত। পাঠাগার ভাঙচুরের অভিযোগ স্বীকার করে নিয়েছেন মাদারীপুরের জেলার কালকিনির উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তমকুমার দাশ। তিনি জানিয়েছেন, দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।