Advertisment

Bengal’s former CM Buddhadeb Bhattacharya Death News: বুদ্ধবাবুর প্রয়াণে পূর্ণদিবস সরকারি ছুটি, গান স্যালুটে বিদায়, পাম অ্যাভিনিউয়ে মমতা

পরিবার সূত্রে জানা গিয়েছে, আপাতত তাঁর মরদেহ তাঁর পাম অ্যাভিনিউয়েত বাসভবনেই থাকবে। তাঁর শেষ ইচ্ছানুযায়ী চক্ষুদানের ব্যবস্থা হয়েছে। দুপুর ১২:৩০ টার সময়ে পিস ওয়ার্ল্ডে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Buddhadev Bhattacharya, Buddhadeb Bhattacharjee Death, CPM leader death news, Former Chief Minister death, Bengal news, Death news, Politics live news, বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী, বাংলা, মৃত্যু, রাজনীতি, শোক"

প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে পূর্ণদিবস সরকারি ছুটি ঘোষণা করলেন মমতা।

Bengal’s former CM Buddhadeb Bhattacharya Death News: প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআই(এম)-র প্রাক্তন পলিটব্যুরো সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য। আজ সকাল ৮:২০মিনিটে তাঁর জীবনাবসান হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

Advertisment

পরিবার সূত্রে জানা গিয়েছে, আপাতত তাঁর মরদেহ তাঁর পাম অ্যাভিনিউয়েত বাসভবনেই থাকবে। তাঁর শেষ ইচ্ছানুযায়ী চক্ষুদানের ব্যবস্থা হয়েছে। দুপুর ১২:৩০ টার সময়ে পিস ওয়ার্ল্ডে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে। আগামীকাল সকাল ১০:৩০ থেকে ৩১, আলিমুদ্দিন স্ট্রিট, সিপিআই(এম) রাজ্য দপ্তর মুজফফর আহমদ ভবনে সর্বসাধারণের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য শায়িত থাকবে তাঁর মরদেহ। এরপর সেখান থেকেই বিকেল ৪টে নাগাদ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ নিয়ে শোক মিছিল বের হবে। নীলরতন সরকার মেডিকেল কলেজে প্রয়াত মুখ্যমন্ত্রীর মরণোত্তর দেহদান করা হবে।

বাম জমানার শেষ সেনাপতি বুদ্ধদেব ভট্টাচার্য চলে গেলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। একটানা ১১ বছর ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে গুরুদায়িত্ব সামলেছিলেন কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো বুদ্ধদেব ভট্টাচার্য। বৃহস্পতিবার সকাল ৮ টা ২০ মিনিটে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে প্রয়াত হয়েছেন প্রবীণ এই সিপিএম নেতা।

কিছুক্ষণের মধ্যেই তাঁর পাম অ্যাভিনিউ বাড়িতে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত। বিগত কয়েক দশক ধরেই আমি তাঁকে চিনতাম এবং গত কয়েক বছরে তিনি যখন অসুস্থ ছিলেন তখন আমি কয়েকবার তাঁকে বাড়িতে দেখতে গেছি। এই মুহূর্তে আমি খুব দু:খিত বোধ করছি। এই শোকের সময়ে মীরাদি এবং সুচেতনের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। আমি সিপিআই(এম) দলের সকল সদস্য-সদস্যা, সমর্থক এবং তাঁর সমস্ত অনুগামীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।” পাশাপাশি মুখ্যমন্ত্রী আজ রাজ্যে সরকারি ছুটির ঘোষণা করেছেন। জানালেন, তাঁকে গান স্যালুট দেওয়া হবে। বুদ্ধবাবুর বাড়িতে আর কিছুক্ষণেই যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee Buddhadeb Bhattacharya Death
Advertisment