Advertisment

Buddhadeb Bhattacharya Death: রামকৃষ্ণ আশ্রমে ঘটিয়েছিলেন ব্যতিক্রমী ঘটনা! বুদ্ধদেবকে দেখে অবাক হয়েছিলেন খোদ মহারাজরাও

বামপন্থী ভাবধারার মানুষ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। জয়নগরের নিমপীঠের শ্রী রামকৃষ্ণ আশ্রমে গিয়ে ঘটিয়েছিলেন ব্যতিক্রমী ঘটনা।

author-image
IE Bangla Web Desk
New Update
"Buddhadeb Bhattacharjee, Buddhadeb Bhattacharjee death, Buddhadeb Bhattacharjee dead, is Buddhadeb Bhattacharjee dead, west bengal news, Buddhadeb Bhattacharjee political news, Buddhadeb Bhattacharjee politician, The reformer-politician who tried to change the face of the Left, west bengal news today, west bengal Buddhadeb Bhattacharjee, latest bengal news, political pulse,

বামপন্থী ভাবধারার মানুষ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। জয়নগরের নিমপীঠের শ্রী রামকৃষ্ণ আশ্রমে গিয়ে ঘটিয়েছিলেন ব্যতিক্রমী ঘটনা।

Buddhadeb Bhattacharya Death: বামপন্থী ভাবধারার মানুষ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। জয়নগরের নিমপীঠের শ্রী রামকৃষ্ণ আশ্রমে গিয়ে ঘটিয়েছিলেন ব্যতিক্রমী ঘটনা। ঠাকুর রামকৃষ্ণ ও বিবেকানন্দের দর্শন করতে গিয়ে পাঠ করেছিলেন গায়ত্রী মন্ত্র। তাকে গায়ত্রী মন্ত্র পাঠ করতে দেখে সেই দিন অবাক হয়েছিলেন আশ্রমের মহারাজরা। সুন্দরবনের কুলতলিতে এসেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ফেরার পথে গিয়েছিলেন জয়নগরের নিমপীঠে। শ্রীরামকৃষ্ণ আশ্রমে। ঠাকুর রামকৃষ্ণ, বিবেকানন্দ ও সারদা মায়ের মূর্তি দর্শন করে সেখানেই ঠাকুরদের প্রণাম করেই গায়ত্রী মন্ত্র পাঠ করেছিলেন। অতীতে এমন ভূমিকায় কখনো দেখা যায়নি বুদ্ধদেব ভট্টাচার্যকে। সেদিনের সেই ব্যতিক্রমী ঘটনার স্মৃতিচারণ করলেন আশ্রমের মহারাজ।

Advertisment

আজ সকালে প্রয়াত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বুদ্ধবাবুর এই আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা বাংলার মানুষ। বুদ্ধবাবুর প্রয়াণের খবর পেয়েই দলমত নির্বিশেষে মানুষজন তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে হাজির হন প্রিয় জননেতাকে একবার শেষ দেখা দেখতে। এদিন দুপুর ১২ টা নাগাদ বুদ্ধবাবুর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রদ্ধা জানান প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।

আজ পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে বের করে পিস ওয়ার্ল্ডে রাখা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ। আগামিকাল পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভায় নিয়ে যাওয়া হবে মরদেহ। তারপর দিনভর দেহ শায়িত রাখা হবে আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের সদর দফতরে। সেখানেই শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ।

আরও পড়ুন - < Buddhadeb Bhattacharya Death: ‘গুনী’ বুদ্ধবাবুকে হারিয়ে শোকাহত প্রসেনজিৎ, দেব বলছেন, ‘আপনি অনেক উঁচু মানের মানুষ…’ >

দল সূত্রে জানা গিয়েছে আগামীকাল বেলা সাড়ে ১১টায় বিধানসভা ভবনে নিয়ে যাওয়া হবে বুদ্ধবাবুর মরদেহ। বেলা ১২টা থেকে ৩.১৫ মিনিট পর্যন্ত মুজফফর আহমেদ ভবনে শায়িত থাকবে মরদেহ। বিকেল সাড়ে ৩টে থেকে ৩.৪৫ মিনিট পর্যন্ত দীনেশ মজুমদার ভবনে রাখা হবে তাঁর মরদেহ। বিকেল ৩.৪৫ মিনিটে দীনেশ মজুমদার ভবন থেকে দেহদানের জন্য নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উদ্দেশ্যে শেষযাত্রা। গান স্যালুটে বিদায় জানানো হবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।

CPIM Buddhadeb Bhattacharya Death
Advertisment