গয়নার লোভে মায়ের সঙ্গেই বেনজির প্রতারণা মেয়ের! গোটা ঘটনা জেনে তাজ্জব পুলিশও

জিজ্ঞাসাবাদের মুখে মহিলা স্বীকার করে ভাইবোনদের ফাঁকি দিয়ে একাই মায়ের গহনা আত্নসাত করতে এই গল্প ফেঁদেছিলেন।

জিজ্ঞাসাবাদের মুখে মহিলা স্বীকার করে ভাইবোনদের ফাঁকি দিয়ে একাই মায়ের গহনা আত্নসাত করতে এই গল্প ফেঁদেছিলেন।

author-image
Gopal Thakur
New Update
IMG-20251005-WA0067

উদ্ধার হওয়া সোনার গয়না

মায়ের সোনার গহনা একাই আত্নসাত করতে নেশার দ্রব্য ছিটিয়ে বেঁহুশ করে ছিনতাইয়ের গল্প ফেঁদেছিল মেয়ে। কিন্তু শেষ রক্ষা হলনা। পুলিশের তদন্তে পর্দাফাঁস হল। উদ্ধার হল প্রায় এক কোটি টাকা (৯৪৬গ্রাম) মূল্যের সোনার গহনা।

Advertisment

 মুর্শিদাবাদের বহরমপুর শহরের গোরাবাজারের ঘটনা। বহরমপুর থানার পুলিস সূত্রে জানা গিয়েছে, গত ৩ অক্টোবর বহরমপুর গোরাবাজারের বাসিন্দা গায়েত্রী বোস সোনার গহনা ছিনতাইয়ের লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগপত্রে বলা হয়েছিল, ওইদিন দুপুরে তিনি গোরাবাজার এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লকার থেকে সোনার গহনা নিয়ে টোটোয় চেপে বাড়ি ফিরছিলেন। বহরমপুর আদালত চত্বর এলাকায় টোটোচালক এবং তার দুই সহযোগী তার উপর নেশার দ্রব্য ছিটিয়ে দিয়ে বেহুশ করে সোনার গহনা নিয়ে চম্পট দেয়। 

Advertisment

বহরমপুর থানার আইসি উদয়শংকর ঘোষ বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। ওই টোটোচালককে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ করে জানা যায় ওরকম কোন ঘটনা হয়নি। এরপর ওই মহিলাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়।

 জিজ্ঞাসাবাদের মুখে মহিলা স্বীকার করে ভাইবোনদের ফাঁকি দিয়ে একাই মায়ের গহনা আত্নসাত করতে এই গল্প ফেঁদেছিলেন। ওই মহিলার বাড়ি সহ একাধিক জায়গা থেকে সমস্ত গহনা উদ্ধার হয়েছে। ওই মহিলার আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

Murshidabad