Digha: রাজ্যের পর্যটন মানচিত্রে সমুদ্রনগরী দিঘার জায়গা বরাবরই উপরের দিকেই থাকে। বছরের অধিকাংশ সময়েই দিঘায় (Digha) পর্যটকদের (Tourists) আনাগোনা লেগেই থাকে। তবে ছুটির মরশুমগুলিতে উপচে পড়া ভিড় থাকে দিঘায়। এবার সুন্দরী দিঘাতেই পর্যটক এবং পুন্যার্থীদের জন্য নতুন এক ঠিকানা খুলে যাবে শীঘ্রই। দিঘায় নতুন এই উদ্যোগ এলাকার পর্যটনের (Tourism) বিকাশে দারুণ সহায়ক হবে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ওয়াকিবহাল মহল ও ব্যবসায়ীরা।
পর্যটকদের জন্য রাজ্য সরকার সমুদ্রনগরী দিঘায় একাধিক উন্নয়নমূলক কাজ করেছে। দিঘাতেই গড়ে উঠছে সুবিশাল জগন্নাথ মন্দির (Jagannath Temple)। মন্দির তৈরির কাজ প্রায় শেষের পথে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পালা করে দেখে গিয়েছেন মন্দির তৈরির কাজ। এছাড়াও নবান্নের শীর্ষকর্তারাও দিঘায় জগন্নাথ মন্দির তৈরির কাজ প্রায়শই দেখে আসছেন।
এবার দিঘা যাওয়ার রাস্তায় নতুন করে তৈরি হচ্ছে বাবা বেতেশ্বর (Baba Bateshwar) মহাদেবের (Mahadev) মন্দির। নতুন করে মন্দিরটি তৈরির জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
মন্দিরের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী অখিল গিরি।
আরও পড়ুন- WB HS Exam 2024: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা এখবর আগে পড়ুন! দুরন্ত রেকর্ড এবছরের HS-এর
সরস্বতী পুজোর (Saraswati Puja) দিন বাবা বেতেশ্বর মহাদেবের মন্দিরটি নতুন করে তৈরির জন্য সাড়ম্বরে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শ্রী শ্রী বেতেশ্বর ও ঝাড়েশ্বর (Jhareswar Temple) মহাদেব মন্দির তৈরিকে কেন্দ্র করে এলাকাবাসীর উৎসাহ-উন্মাদনা তুঙ্গে। সরস্বতী পুজোর পঞ্চমী তিথিতে মন্দির তৈরির কাজের শুভ সূচনা হয়ে গিয়েছে। রামনগর (Ramnagar) ১ নম্বর ব্লকের বাধিয়ার দামোদরপুরের এই বেতেশ্বর শিব মন্দির এলাকাবাসীর অত্যন্ত ভক্তি-শ্রদ্ধার একটি স্থান।
নতুন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে।
গাজন উৎসবের (Gajan festival) সময় কাতারে কাতারে ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে। দীর্ঘদিনের পুরনো মন্দিরটি ভেঙে ফেলে নতুন করে মন্দির তৈরির কাজ শুরু হয়েছে। বেতেশ্বর মন্দির কমিটিই উদ্যোগী হয়ে একাজে নেমেছে। মন্দির তৈরিতে গ্রামবাসীদের পাশাপাসি অন্যরাও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন।
আরও পড়ুন- দেব, মিমির পালা শেষ! নুসরতের আবভাব ঘিরেও তুঙ্গে গুঞ্জন
জানা গিয়েছে, পুরনো মন্দিরটি ভাঙা পড়লেও এবারেও গাজন উৎসব একই নিয়ম রীতি মেনেই হবে। অন্যদিকে নতুন মন্দির তৈরির কাজও শুরু হবে জোরকদমে। সরস্বতী পুজোর দিনে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গিয়েছে। মন্দির তৈরিতে সমাজের বিভিন্ন স্তরের মানুষজন সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। দীর্ঘদিন ধরে মানুষের ভক্তি ও আবেগের এক পীঠস্থান হয়ে আজও সমুজ্জ্বল বেতেশ্বর শিব মন্দির। পর্যটন শহর দিঘার পার্শ্ববর্তী হওয়ায় এখানে শুধু স্থানীয় ভক্তরাই নয় পর্যটকরাও আসেন পুজো দিতে।