Advertisment

বাংলার নয়া ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ, মহারাজের সামনেই বিরাট ঘোষণা মমতার

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে সেখানে উপস্থিত সৌরভের হাতে সঙ্গে সঙ্গেই নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
BGBS 2023: CM Mamata Banerjee announces Sourav Gangauly as the new brand ambassador of Bengal

সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সপ্রেস ফটো- পার্থ পাল

এতদিন ছিলেন শাহরুখ খান। এবার প্রাক্তন ভারত অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাজারহাটে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে সেখানে উপস্থিত সৌরভের হাতে সঙ্গে সঙ্গেই নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। যদিও শাহরুখকে সরিয়ে সৌরভকে এই সম্মান দিলেন কি না মমতা তা স্পষ্ট করেননি। শাহরুখের প্রসঙ্গও তোলেননি মুখ্যমন্ত্রী।

Advertisment

প্রসঙ্গত, মমতার সঙ্গে সৌরভের সম্পর্ক বরাবরই ভাল। বহু জল্পনা তৈরি হলেও মুখ্যমন্ত্রী ও মহারাজের মধ্যে কখনও দূরত্ব তৈরি হতে দেখা যায়নি। গত সেপ্টেম্বরে মুখ্যমন্ত্রীর স্পেন সফরের সময়ে মাদ্রিদ গিয়েছিলেন সৌরভও। স্পেনের বণিক মহলের সামনে বাংলার শিল্প সম্ভাবনা তুলে ধরেন তিনি। পাশাপাশি সৌরভ বিদেশের মাটিতে দাঁড়িয়েই ঘোষণা করেছিলেন, মেদিনীপুরে ইস্পাত কারখানা গড়ে তুলতে বিনিয়োগ করবেন তিনি। এদিন অবশ্য সেব্যাপারে নতুন কিছু বলেননি।

মঙ্গলবার বাণিজ্য সম্মেলনে উপস্থিত হয়ে সৌরভ নিজের বক্তৃতায় মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন। সৌরভ বলেন, ‘‘আমায় টেলিভিশনে দেখলেই উনি এসএমএস করেন। আমি এসএমএস করলে এক মিনিটে জবাব দেন। খুব কম এইরকম হয় যে দিদির এসএমএসের জবাব দিতে দেরি করেন।’’ সৌরভ বোঝাতে চান ব্যক্তিগত স্তরে মমতা এতটাই যত্নশীল। সেইসঙ্গে সৌরভ এও বলেন, ‘‘রাজ্যে সত্যিই বিনিয়োগের পরিবেশ তৈরি হয়েছে। আপনারা আসুন।’’

এদিন শিল্পপতিদের বক্তব্যের পর কথা বলতে ওঠেন মুখ্যমন্ত্রী। রাজ্যের যাবতীয় শিল্প সম্ভাবনা জানানোর পরে বলেন, ‘‘আমি এখন একটা ঘোষণা করতে চাই।’’ সৌরভের নাম ব্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে ঘোষণা করতে করতেই ডেকে নেন তাঁকে। বলেন, ‘‘আমি না শুনতে চাই না। সব কিছুকে পজিটিভ দৃষ্টিভঙ্গী থেকে দেখতে হবে।’’ সৌরভ কাছে আসতেই মমতা তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন।

আরও পড়ুন BGBS 2023: ‘মমতাই অগ্নিকন্যা-জয় বাংলা’, বাংলায় ৪৫ হাজার কোটি লগ্নির ঘোষণা আম্বানির

Mamata Banerjee Sourav Ganguly West Bengal
Advertisment