Advertisment

প্রাচীন রীতিই অটুট, ভদ্রেশ্বরের এই জগদ্ধাত্রী পুজোর নেপথ্যের কাহিনীটা আজও চর্চায়!

ভদ্রেশ্বর তেঁতুলতলার জগদ্ধাত্রী পুজো। শতাব্দীপ্রাচীন এই পুজো ঘিরে উন্মাদনার শেষ নেই।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
Bhadreswar Tentultala Jagadhatri Puja 2023

ভদ্রেশ্বর তেঁতুলতলা জগদ্ধাত্রী পুজোয় দেবীবরণ।

ভদ্রেশ্বর তেঁতুলতলার জগদ্ধাত্রী পুজো। শতাব্দীপ্রাচীন এই পুজো ঘিরে উন্মাদনার শেষ নেই। এবারও ধুমধাম করে দেবী জগদ্ধাত্রীর আরাধনা শেষ হয়েছে। পুজোর ক'দিন আনন্দোৎসবে মাতোয়ারা ছিল গোটা এলাকা। বহু প্রাচীন এই পুজোর বেশ কিছু রীতি-রেওয়াজ অন্য পুজোগুলির চেয়ে বেশ ভিন্ন। সেই কারণেই হুগলির এই জগদ্ধাত্রী পুজো নিজ গুণে আজও অনবদ্য।

Advertisment

ভদ্রেশ্বর তেঁতুলতলা জগদ্ধাত্রী পুজোর এবার ২৩১ বছর শেষ হল। এখানে দেবীবরণের অদ্ভুত এক রীতি। মহিলারা নন, মায়ের বিদায়লগ্নে এলাকার পুরুষরাই নারীবেশে বরণ করেন দেবী জগদ্ধাত্রীকে। মহিলাদের মতো শাড়ি পড়ে মাথায় সিঁদুর দিয়ে পাক ঘুরে ঘুরে মাকে বরণ করেন এলাকার পুরুষরা। ১৫ জন পুরুষ খানিকটা মহিলাদের মতো অঙ্গভঙ্গি করেই সাত পাক ঘোরার পর দেবীকে সন্দেশ খাওয়ান। বছরের পর বছর ধরে এই রীতিই চলে আসছে।

publive-image

চলছে দেবীবরণ।

শোনা যায়, আগেকার সময়ে বাড়ির মেয়েরা বাড়িতেই থাকতেন। বাড়ির বাইরে বেড়িয়ে পুজো-পার্বনে অংশ নেওয়াতেও ছিল কঠিন অনুশাসন। সেই কারণেই প্রাচীন কাল থেকেই বাড়ির ছেলেরাই দেবীবরণ করে আসছেন। প্রাচীন সেই নিয়ম অটুট আজও। এবছর দেবী জগদ্ধাত্রীর বিদায়বেলায় মাকে বরণ করে নিতে দেখা গেল পুরুষদের। মহিলাদের মতো শাড়ি পড়েই তাঁরা মাকে বরণ করলেন।

আরও পড়ুন- পার্থ, কেষ্ট, বালু, মানিক, জেলে, ‘বদলা’র আগুনে জ্বলছেন মমতা! দিলেন ভীষণ হুঁশিয়ারি!

West Bengal Chandannagar Jagadhatri Puja 2023
Advertisment