Advertisment

দিলীপ ঘোষকে ভাইফোঁটায় কী উপহার দিলেন লকেট?

‘দিলীপদা’কে ফোঁটা দিয়ে উচ্ছ্বসিত লকেট। ফোঁটার পর লকেটের থেকে জহর কোট উপহার পেয়ে খুশিতে ডগমগ বিজেপি রাজ্য সভাপতিও।

author-image
IE Bangla Web Desk
New Update
Bhai Phota 2019, ভাইফোঁটা, ভাইফোঁটা ২০১৯, রাজনীতিবিদদের ভাইফোঁটা, bhai phonta, bhai phota, ভাতৃদ্বিতীয়া, bhai dooj 2019, dilip ghosh,দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, locket chatterjee, পার্থ চট্টোপাধ্যায়, partha chatterjee, পার্থর ভাইফোঁটা, দিলীপ লকেটের ভাইফোঁটা, শোভনদেবের ভাইফোঁটা, dilip locket bhai phota

দিলীপকে ফোঁটা লকেটের। ছবি: টুইটার।

রাজনীতির ময়দানে ‘দিলীপদা’র খুবই প্রিয় তিনি। বিজেপিতে যোগদানের পর থেকেই দাদা দিলীপ ঘোষের কপালে প্রতিবছর ফোঁটা দেন তিনি। তবে এবারের ভাইফোঁটা দাদা ও বোনের জন্য একটু বেশিই স্পেশাল। কারণ দু’জনেই এবার লোকসভা নির্বাচনে জিতে সংসদ পাড়ি দিয়েছেন। ভাইফোঁটার সাতসকালে দিলীপ ঘোষের বাড়িতে গেলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। ‘দিলীপদা’কে ফোঁটা দিয়ে উচ্ছ্বসিত লকেট। ফোঁটার পর লকেটের থেকে জহর কোট উপহার পেয়ে খুশিতে ডগমগ বিজেপি রাজ্য সভাপতিও।

Advertisment

এদিন সকালে সল্টলেকে দিলীপ ঘোষের বাড়িতে গিয়ে তাঁকে ফোঁটা দেন লকেট। ভাইফোঁটা সেরে লকেট বলেন, ‘‘খুব ভাল লাগছে। প্রতিবছরের মতো এবারও দিলীপদাকে ফোঁটা দিলাম। উনি সবার ভাল করুক। বাংলার মানুষের জন্য লড়াই করুক। উনি মহিলাদের কাজের সুয়োগ করে দিয়েছেন। মানুষ হিসেবে যেন এভাবেই থাকেন বরাবর’’। লকেটের ফোঁটা নিয়ে দিলীপ বললেন, ‘‘ভাইফোঁটা খুবই আনন্দের মুহূর্তের। মায়ের পেটের ভাই-বোন না হলেও, সংগঠনের বোনেরা ফোঁটা দিচ্ছেন। লকেটের নেতৃত্বে ভাইফোঁটা শুরু হয়েছিল। ওঁর ফোঁটা নিয়ে সকালটা বেশ ভাল করেই শুরু হল। জহর কোট উপহার দিয়েছে। ভাইবোনের মধুর সম্পর্ক অটুট থাকুক’’।

আরও পড়ুন: মমতার ঘরে ঢুকে হতবাক রাজ্যপাল! কী বললেন তিনি?

লকেট-দিলীপের ভাইফোঁটার পাশাপাশি এদিন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও ভাইফোঁটার বিশেষ আয়োজন রয়েছে। প্রতিবছরই মমতার থেকে ফোঁটা নেন শিক্ষামন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। কালীঘাট রওনা দেওয়ার আগে নাকতলার বাড়িতে বোনের হাত থেকে ফোঁটা নিলেন পার্থ। দাদা খেতে ভালবাসেন, কিন্তু শারীরিক কারণে এখন খাওয়া-দাওয়া কমিয়েছেন দাদা, তবুও ভাইফোঁটা বলে কথা, তাই পার্থর বোন তাঁর পাতে সাজিয়েছেন ফুলকো লুচি, সাদা আলুর তরকারি, নানা রকমের মিষ্টি। যা দেখে পার্থ বললেন, ‘‘এটাই অনেক’’।

অন্যদিকে, ভবানীপুরের বাড়িতে সকালে রীতিমতো সেজেগুজে বোনদের হাত থেকে ফোঁটা নিলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ধুতি-পাঞ্জাবি পরে ফোঁটা নিলেন মন্ত্রী। দুপুরে দক্ষিণেশ্বরে এক বোনের বাড়িতে আবার মধ্যাহ্নভোজ সারবেন শোভনদেব। প্রতিবছরের মতো এবারও চার বোনের থেকে ফোঁটা নিলেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এবার ভাইফোঁটায় একই রঙের শাড়ি পরে দাদা সুব্রতকে ফোঁটা দিলেন তাঁর চার বোন। ধুতি-পাঞ্জাবি পরে চেতলার বাড়িতে বোনেদের থেকে ফোঁটা নিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বাঁশদ্রোণীতে ভাইউোঁটা দিলেন তৃণমূল সাংসদ মালা রায়। অন্যদিকে, সেলেব্রিটিদের হাতে ভাইফোঁটা নিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। মন্ত্রীকে ফোঁটা দিলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান, অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

kolkata news
Advertisment