/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/Abhisek-Banerjee-Nawsad-Siddique.jpg)
অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নওশাদ সিদ্দিকী।
Bhangar-ISF-TMC: লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) মাত্র কয়েকমাস বাকি। তার আগে ভাঙড়ে (Bhangar) বিরাট সাফল্য তৃণমূলের (TMC)। ISF শিবির ছেড়ে শতাধিক কর্মী যোগ দিয়েছেন তৃণমূলে। স্বভাবিকভাবেই লোকসভা নির্বাচনের আগে একসঙ্গে শতাধিক কর্মীর এই দলত্যাগ ISF-এর কাছে বড়সড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল।
ভাঙড়ে বড় ধাক্কা ISF-এর। লোকসভা নির্বাচনের আগে দক্ষিণ ২৪ পরগনায় এক সময়ে তৃণমূলের 'বড় গড়' বলে পরিচিত ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর (Nawsad Siddique) দলে ভাঙন ধরাল তৃণমূল। শনিবার ভাঙড়ের বোদরা খড়িগাছি এলাকায় তৃণমূলের কর্মীসভায় ঘটে যায় এই মেগা দলবদল।
বিধায়ক শওকাত মোল্লার (Saokat Molla) হাত থেকে জোড়াফুলের পতাকা নিয়ে তৃণমূলে যোগ দেন ISF ছেড়ে আসা শতাধিক কর্মী-সমর্থক। দলত্যাগী ISF কর্মীরা জানিয়েছেন, এলাকার উন্নয়নের স্বার্থেই তাঁরা শাসকদলে যুক্ত হয়েছেন।
আরও পড়ুন- Travel: কোলাহলমুক্ত মায়াবী এই সমুদ্রপাড় কলকাতার কাছেই, অপরূপ এতল্লাটের খোঁজ বোধ হয় জানতেনই না!
যদিও ভাঙড়ে দলের এই ভাঙনে তৃণমূলের হুমকিকেই দায়ী করেছেন এলাকার ISF নেতৃত্ব। মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে তাঁদের কর্মীদের দলে টেনেছে তৃণমূল, এমনই অভিযোগ এলাকার ISF নেতৃত্বের। ভাঙড়বাসী এখনও ISF-এর সঙ্গেই রয়েছে বলে দাবি এলাকার ISF নেতৃত্বের।