Advertisment

Arabul Islam: মমতার পুলিশের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ তৃণমূলের 'তাজা' নেতা ভাঙড়ের আরাবুলের! কী জানালেন আদালতে?

Bhangar: চলতি বছর ৮ ফেব্রুয়ারি তোলাবাজি ও খুনের অভিযোগে পুলিশ গ্রেফতার করে ভাঙড়ের দোর্দদণ্ডপ্রতাপ তৃণমূল নেতা আরাবুল ইসলামকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Bhangar TMC leader Arabul Islam filed a case in Calcutta High Court alleging over-activity and fraud against police , পুলিশের বিরুদ্ধে অতি-সক্রিয়তা ও ফাঁসানের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম

West Bengal Police: রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই দফতরের নেতৃত্বাধীন পুলিশের বিরুদ্ধেই গর্জে উঠলেন তৃণমূলের আরাবুল ইসলাম!

Bhangar TMC Leader Arabul Islam Filed A ase Against Mamata Banerjee Led Police: গত ৮ ফেব্রুয়ারি তোলাবাজি ও খুনের অভিযোগে পুলিশ গ্রেফতার করে ভাঙড়ের 'তাজা' তৃণমূল নেতা আরাবুল ইসলামকে। সেই থেকেই জেলবন্দি ভাঙড়ের আরাবুল ইসলাম। আরাবুলের গ্রেফতারিকে ভোটের আগে মমতা প্রশাসনের 'জিরো টলারেন্স' নীতি বলে প্রচার করছে জোড়া-ফুল শিবির। পুরোটাই যড়যন্ত্র বলে দাবি করেছিলেন ওই 'দাপুটে' তৃণমূল নেতা। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ তুললেন আরাবুল ইসলাম।

Advertisment

পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আরাবুল ইসলামের আইনজীবী ফিরোজ এডুলজি। তাঁর দাবি, আরাবুলকে নানারকম মামলায় ফাঁসানোর চক্রান্ত করা হচ্ছে।

কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর একক বেঞ্চে আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন- Jalpaiguri Storm: ‘ঝড় এলে তৃণমূলের পোয়াবারো, সব ঝেড়ে ফাঁক করে দেবে’, ফের তোপ দিলীপ ঘোষের

গত বছর পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল ভাঙড়। তৃণমূল ও আইএসএফ কর্মী, সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ ঘটে। প্রাণহানিও ঘটে। ২০২৩ সালের ১৫ জুন, পঞ্চায়েতের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন খুন হন মইনুদ্দিন মোল্লা নামে এক আইএসএফ কর্মী। অভিযোগ, এর নেপথ্যে ছিলেন তৃণমূল নেতা আরাবুল সহ শাসক দলের আরও বেশ কয়েকজন। ওই হিংসার প্রায় ৮ মাস পর গ্রেফতার করা হয় অভিযুক্ত আরাবুল ইসলামকে।

এছাড়াও এই দোর্দদণ্ডপ্রচাপ তৃণমূল নেতার বিরুদ্ধে ভাঙড়ে লক্ষ লক্ষ টাকা তোলাবাজিরও অভিযোগ রয়েছে।

Bhangar West Bengal Police Calcutta High Court arabul islam tmc Mamata Banerjee
Advertisment