জি-২০ সদস্যদের আপ্যায়নে সেজে উঠছে দেশ। সম্মেলনের থিম ‘বসুধৈব কুটুম্বকম’। যার অর্থ 'পুরো পৃথিবী একটি পরিবার'।' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার (২৬ জুলাই) দিল্লির প্রগতি ময়দানে নতুন আইটিপিও কমপ্লেক্স 'ভারত মণ্ডপম'-এর উদ্বোধন করেছেন। তিনি বলেন, 'ভারত মণ্ডপম' হল নতুন শক্তির আহ্বান',
প্রগতি ময়দানে G20 সভার জন্য কনভেনশন সেন্টারের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত মণ্ডপ হল ভারতের সম্ভাবনার আহ্বান৷ এটি ভারতের নতুন শক্তি, মহিমা এবং ইচ্ছার একটি দৃষ্টিভঙ্গি। ভাষণে তিনি তার মেয়াদের প্রাপ্তির কথাও উল্লেখ করেছেন। মোদী বলেছেন, 'তৃতীয় মেয়াদে দেশের অর্থনীতি বিশ্বের প্রথম তিনটি দেশের মধ্যে উঠে আসবে"।
প্রধানমন্ত্রী মোদী আরও বলেন,'আজ বিশ্ব স্বীকার করছে যে ভারত 'গণতন্ত্রের জননী'। আজ যখন আমরা স্বাধীনতার ৭৫ বছরে 'অমৃত মহোৎসব' উদযাপন করছি, এই 'ভারত মণ্ডপম' আমাদের গণতন্ত্রকে ভারতীয়দের দেওয়া একটি সুন্দর উপহার। কয়েক সপ্তাহ পরে G20 বৈঠক। আর তার আগেই সেজে উঠেছে এই 'ভারত মণ্ডপম'। বিশ্বের বড় বড় দেশের প্রধানরা এখানে উপস্থিত থাকবেন বৈঠক উপলক্ষ্যে। গোটা বিশ্ব এই 'ভারত মণ্ডপম' থেকে ভারতের ক্রমবর্ধমান পদক্ষেপ এবং ভারতের ক্রমবর্ধমান মর্যাদা দেখতে পাবে বলেও উল্লেখ করেছেন মোদী।
খুব শীঘ্রই ভারতের দিল্লিতে বিশ্বের সবচেয়ে বড় জাদুঘরও তৈরি হতে চলেছে। এই বার্তা দিয়ে মোদী বলেন, সারা বিশ্ব আজ ভারতের দিকে তাকিয়ে আছে। ভারত আজ তা অর্জন করছে যা আগে অকল্পনীয় ছিল। বড় হতে হলে চিন্তা-ভাবনাও বড় হওয়া দরকার। প্রধানমন্ত্রী মোদি বলেছেন, ভারতের উন্নয়নের যাত্রা থামবে না। তিনি বলেছিলেন যে জনগণ যখন আমাকে দায়িত্ব দিয়েছিল, তখন ভারত বিশ্ব অর্থনীতিতে দশ নম্বরে ছিল। আমার দ্বিতীয় মেয়াদে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। আর এটাই মোদীর গ্যারান্টি যে তৃতীয় মেয়াদে বিশ্বের প্রথম তিনটি দেশের তালিকাউ উঠে এসে তার নাম উজ্জ্বল করবে।
২৬শে জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই হয় শুভ উদ্বোধন। প্রগতি ময়দান কমপ্লেক্সে ২৭০০ কোটি ব্যায়ে ভারত মণ্ডমপ জি-২০ সামিটের জন্য বিদেশ মন্ত্রকের কাছে হস্তান্তর করার আগে চলেছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। আগামী মাসে নয়াদিল্লি সাক্ষী হতে চলেছে ইতিহাসে। G20 শীর্ষ সম্মেলন আয়োজন করবে ভারত। অভ্যন্তরীণ আর্টওয়ার্কটি সম্পুর্ণ করতে প্রায় তিন বছর সময় লেগেছে বলেই জানিয়েছেন অভিজ্ঞ ডিজাইনার বিনয় নারাং, তিনি প্রকল্পের সূচনা থেকেই প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন। ‘ভারত মণ্ডপম’-এর কক্ষ, করিডোর এবং খোলা জায়গাগুলি প্রাচীন শিল্পে ভরা। প্রতিটি লাউঞ্জ-এ দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন স্থান থেকে আর্ট ফর্ম রয়েছে, যখন প্রতিটি করিডোর একটি থিম অনুসারে সজ্জিত।
সম্মেলন কেন্দ্রের বিভিন্ন দেওয়াল এবং সম্মুখভাগ ভারতের ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতির বিভিন্ন উপাদানকে চিত্রিত করে যার মধ্যে রয়েছে ‘সূর্য শক্তি’। আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রয়েছে ২৪টি মিটিং রুম। দশটি সভা কক্ষে ৫০ জন ধারণ ক্ষমতা রয়েছে, ৬টিতে রয়েছে ১০০ জনের ধারণ ক্ষমতা। ৪টি বৈঠক কক্ষের ধারণ ক্ষমতা ২০০। এই হল গুলিতে রয়েছে ভিআইপি লাউঞ্জও। মিটিং রুম ছাড়াও রয়েছে দুটি অত্যাধুনিক অডিটোরিয়াম রয়েছেএকটি তে ৬০০ জনের বসার ক্ষমতা এবং অন্যটিতে ৯০০ জন এক সঙ্গে বসতে পারেন। ভিডিও কনফারেন্স সুবিধা, আধুনিক আইটি সিস্টেমের পাশাপাশি 5G সংযোগের জন্য ইন্টিগ্রেটেড অডিও-ভিডিও সিস্টেম রয়েছে এই 'ভারত মণ্ডমপ;-এ।
উল্লেখ্য, জি-২০ হল উন্নত ও উন্নয়নশীল অর্থনীতির দেশগুলির ফোরাম। জি-২০ র সদস্য দেশগুলি হল ভারত, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চিন, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, ইটালি, জাপান, রিপাবলিক অব কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, ব্রিটেন, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন।