Advertisment

"পলাতক নই, খুব শিগগির সামনে আসব"

তোলাবাজির মামলা সামনে আসার পর থেকেই ফেরার ছিলেন সুজিত। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের বাসিন্দা তিনি। গত জুলাই মাসে মুম্বইয়ে গা ঢাকা দিয়েছিলেন ভারতীর দেহরক্ষী। সেসময় তাঁকে ধরতে পারেনি সিআইডি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক ভারতী ঘোষ

সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসের হাতে এসেছে একটি অডিও ক্লিপ। বিতর্কিত প্রাক্তন আইপিএস আধিকারিক ভারতী ঘোষকে সেখানে বলতে শোনা গিয়েছে, তিনি পলাতক নন। খুব শিগগির জনসমক্ষে আসবেন।

Advertisment

"আমি পলাতক নই, শীর্ষ আদালতের নির্দেশ, আমায় যেন গ্রেফতার না করা হয়। আমি পলাতক, এরকম একটা ধারণা দিয়ে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে," অডিও ক্লিপে এমন মন্তব্য করেছেন তোলাবাজি মামলায় অভিযুক্ত ভারতী।প্রাক্তন এই আইপিএস অফিসারের দেহরক্ষী সুজিত মণ্ডলকে দিল্লির এক হোটেল থেকে শনিবার গ্রেফতার করেছে সিআইডি।

উল্লেখ্য, তোলাবাজির মামলা সামনে আসার পর থেকেই ফেরার ছিলেন সুজিত। দক্ষিণ ২৪ পরগণার  সোনারপুরের বাসিন্দা তিনি। গত জুলাই মাসে মুম্বইয়ে গা ঢাকা দিয়েছিলেন ভারতীর দেহরক্ষী। সেসময় তাঁকে ধরতে পারেনি সিআইডি।

অন্যদিকে, ইতিমধ্যেই ঘাটালের আদালতে এ মামলায় ভারতী ঘোষ সহ আটজনের নামে চার্জশিট পেশ করা হয়েছে। চার্জশিটে ভারতী ঘোষকে ফেরার বলে উল্লেখ করা হয়েছে। ভারতীর পাশাপাশি চার্জশিটে সুজিতকেও ফেরার বলে উল্লেখ করা হয়েছে। জালিয়াতি, তোলাবাজি ও দুর্নীতির আইনে সকল অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

ফেব্রুয়ারি মাসে দাসপুর থানায় তোলাবাজির মামলা দায়ের করেন চন্দন মাজি। পরে এ মামলার তদন্তভার নেয় সিআইডি। ভারতীর বিভিন্ন সম্পত্তিতে তল্লাশি চালিয়ে প্রচুর টাকা ও সোনার গয়না উদ্ধার করেন গোয়েন্দারা।

Read the full story in English

CID
Advertisment