Advertisment

Bhupatinagar NIA Investigation: ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে এবার বড় পদক্ষেপ এনআইএ-র, আজই হেস্তনেস্ত?

Bhupatinagar Blust Case: কী এমন করল জাতীয় তদন্তকারী সংস্থা?

author-image
IE Bangla Web Desk
New Update
Bhupatinagar NIA Investigation s three TMC local leaders updates , ভূপতিনগরকাণ্ডে এনআইএ তিন তৃণমূল কর্মীকে তলব করল

NIA: গত শনিবার ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডের তদন্তে গিয়ে গ্রামবাসীদের রোষে পড়তে হয়েছিল এনআইএ তদন্তকারীদের।

NIA Investigation On Bhupatinagar Case: ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডের তদন্তে গিয়ে গত শনিবার বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানা নামে দু’জন অভিযুক্তকে গ্রেফতার করেছিল এনআইএ। এবার একই ঘটনার তদন্তে অভিযুক্ত স্থানীয় তিন তৃণমূল নেতাকে তলব করল জাতীয় তদন্তকারী সংস্থা। এই তিন জন হলেন মানবকুমার পইড়া, সুবীরকুমার মাইতি এবং নবকুমার পণ্ডা। এই তিন তৃণমূল কর্মীকেই সোমবার কলকাতায় এনআইএ দফতরে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisment

তবে স্থানীয় সূত্রে খবর, যে তিন জনকে তলব করা হয়েছে তাঁরা তিনজনই পলাতক। এনআইএয়ের দাবি ওই তিনজন পলাতক।

২০২২ সালের ২ ডিসেম্বর ভগবানপুর ২ ব্লকের ভূপতিনগর থানার অর্জুন নগর গ্রাম পঞ্চায়েতের নায়ড়াবিলা গ্রামে বিস্ফোরণের ঘটনায় আদালতের নির্দেশে তদন্ত করছে এনআইএ। ওই বিস্ফোরণে তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না, তাঁর ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েন নিহত হয়েছিলেন। পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্তও শুরু করে। পরে আদালতের নির্দেশে গত বছরের জুনে ঘটনার তদন্তভার হাতে নেয় এনআইএ।

আরও পড়ুন- Kolkata Weather Today: আজও ঝেঁপে বৃষ্টি কোন কোন জেলায়? কাল থেকেই আরও বড় হাওয়া বদল দক্ষিণবঙ্গে!

ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডের তদন্তে গ্রামের আট তৃণমূল নেতাকে এনআইএ তদন্তের জন্য কলকাতায় তলব করেছিলব। কিন্তু তাঁরা কেউই আসেননি। এরপরই গত শনিবার ভোরে তাদের খোঁজে গ্রামে যান তদন্তকারীরা। সেই সূত্রেই বলাইচরণ এবং মনোব্রতকে গাড়িতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার সময় কেন্দ্রীয় এজেন্সির গাড়ি ঘিরে ধরেন উত্তেজিত গ্রামবাসীরা। তাঁরা বলাই এবং মনোব্রতকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার দাবি করতে থাকেন বলে দাবি এনআইএ আধিকারিকদের। এর পরেই এনআইএর গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। এতে এক আনআইএ আধিকারিক আহত হন। সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনআইএ আধিকারিকরা কেন পুলিশকে না জানিয়ে রাতের অন্ধকারে গ্রামে প্রবেশ করেছিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। গ্রামের মহিলাদের শ্লীলতাহানি করা হয়েছে বলে এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় পুলিশে। যার পাল্টা জাতীয় তদন্তকারী সংস্থা তাদের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অস্বীকার করেছে। এনআইএ গোটা ঘটনা সম্পূর্ণভাবে বিনা প্ররোচনায় আক্রমণ বলে দাবি করেছে।

NIA Investigation NIA tmc Bhupatinagar NIA Investigation Mamata Banerjee
Advertisment