ভয়ঙ্কর বন্যার ভ্রূকুটি! বাংলাকে সতর্ক করল ভুটান

ইতিমধ্যেই ভুটানের বেশ কিছু নদীর জল সীমান্ত পেরিয়ে বাংলার ভিতরে প্রবেশ করছে। সেই কারণে ডুয়ার্সের নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই কঠিন সময়ে নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রতিবেশী ভুটান।

ইতিমধ্যেই ভুটানের বেশ কিছু নদীর জল সীমান্ত পেরিয়ে বাংলার ভিতরে প্রবেশ করছে। সেই কারণে ডুয়ার্সের নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই কঠিন সময়ে নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রতিবেশী ভুটান।

author-image
IE Bangla Web Desk
New Update
Himachal cloudburst news, Himachal Pradesh flash floods, Kullu cloudburst June 2025, Kangra hydro project flood, cloudburst Himachal 2025, Himachal flood rescue update, cloudburst in Manikaran valley, Banjar flash flood news, Sainj cloudburst damage, IMD orange alert Himachal, Himachal weather alert June 25, Dharamshala flood victims, SDRF rescue Himachal, Kullu water sports suspended, NHPC sheds washed away, Indian Express, Indian Express news,হিমাচলে মেঘভাঙা বৃষ্টি, হড়পা বাণ,হিমাচল প্রদেশ মেঘভাঙা বৃষ্টি বন্যা

উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি

ভুটানের বাঁধ ভেঙে যেকোনও মুহূর্তে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এমনই আশঙ্কা দেখা দিয়েছে ভুটানের ওয়াং নদীর টালা বাঁধে। ভুটানের ওয়াং নদীর টালা বাঁধের একটি গেট বন্ধ হয়ে যাওয়ায় জল বেরোতে পারছে না। কোনওভাবেই খোলা যাচ্ছে না গেট। ফলে প্রবল বৃষ্টির চাপে বাঁধের উপর দিয়ে জল বইছে। এতে বাঁধের গঠন দুর্বল হয়ে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। যদি কোনওভাবে বাঁধটির গেট ভেঙে যায় তবে ভয়াবহ আকার নেবে বাংলার কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার একাংশ। ইতিমধ্যেই ভুটানের পক্ষ থেকে সাবধান করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গকে।   

Advertisment

জানা গিয়েছে, ভুটানে প্রবল বর্ষণের কারণে বেড়ে গিয়েছে প্রতিটি নদীর জল। তবে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ওয়াং নদীকে নিয়ে। ভুটানের এই ওয়াং নদীর টালা বাঁধের একটি গেট বন্ধ হয়ে যাওয়ায় জল বেরোতে পারছে না। অনেক চেষ্টা করেও বাঁধের সেই গেট খোলা সম্ভব হচ্ছে না। প্রবল বৃষ্টির চাপে বাঁধের উপর দিয়ে জল বইছে। এতে বাঁধের গঠন দুর্বল হয়ে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ভুটান সরকার পশ্চিমবঙ্গ প্রশাসনকে সতর্ক করে জানিয়েছে, যদি টালা বাঁধ ভেঙে যায়, তাহলে বিপুল পরিমাণ জল একসঙ্গে নেমে আসবে এবং ডুয়ার্সের ভুটানঘাট, জয়ন্তী ও আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। টালা বাঁধের গেট খুলে দেওয়ার চেষ্টা চলছে, যাতে জলচাপ কিছুটা কমানো যায়।

ইতিমধ্যেই ভুটানের বেশ কিছু নদীর জল সীমান্ত পেরিয়ে বাংলার ভিতরে প্রবেশ করছে। সেই কারণে ডুয়ার্সের নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই কঠিন সময়ে নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রতিবেশী ভুটান।

Advertisment
Flood Situation Flood Like Situation