Advertisment

বড় সিদ্ধান্ত মমতার! পঞ্চায়েত ভোট মিটতেই পুলিশে ব্যাপক রদবদল

বিভিন্ন স্তরে রদবদল করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
3 more holidays have been added to the holiday list of west bengal state government employees , রাজ্য সরকারি কর্মীদের ছুটির তালিকায় যোগ করা হল আরও তিনটে ছুটি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পঞ্চায়েত ভোট মিটতেই রাজ্য পুলিশে রদবদলের পথে হাঁটল নবান্ন। মঙ্গলবার এই নিয়ে নবান্ন থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। বিভিন্ন স্তরে এই রদবদল করা হয়েছে। তার মধ্যে আইপিএস স্তরে বদলি করা হয়েছে সঞ্জয় সিং, লক্ষ্মীনারায়ণ মিনা, সুনীলকুমার চৌধুরী ও সুধীরকুমার নীলকান্তমকে। এছাড়াও কার্যত বেছে মালদা, নদিয়া, মুর্শিদাবাদ, আসানসোল-দুর্গাপুর ও পূর্ব মেদিনীপুরেও পুলিশে রদবদল করা হয়েছে। আইপিএস স্তরের মধ্যে সঞ্জয় সিং ছিলেন এডিজি পদমর্যাদায় কারা দফতরের আইজি। তাঁকে রাজ্যের সশস্ত্র বাহিনীর এডিজি করা হল। লক্ষ্মীনারায়ণ মিনা ছিলেন স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরো বা এসসিআরবির এডিজি। তিনি কারা দফতরের আইজি হলেন।

Advertisment

সিআইডির আইজি সুনীল কুমার চৌধুরীকে বদলি করা হল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে। তিনি ওই কমিশনারেটের পুলিশ কমিশনার হলেন। ডিআইজি পদমর্যাদার সুধীরকুমার নীলকান্তম ছিলেন আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার। তাঁকে ডিআইজি পদমর্যাদার বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক করা হল। এর পাশাপাশি বেশ কয়েকজন আইসি পদমর্যাদার আধিকারিককেও বদলি করা হল।

তার মধ্যে করিমপুরের সার্কেল ইনস্পেক্টর মহম্মদ সিকান্দার আলমকে করিমপুর থানার আইসি করা হল। আর, করিমপুর থানার আইসি পিন্টু সরকারকে আইসি করে পাঠানো হল মুর্শিদাবাদ ডিআইবিতে। আবার আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ ইনস্পেক্টর তাপসকুমার দাসকে নদিয়ার করিমপুরের সার্কেল ইনস্পেক্টর করে পাঠানো হল। মুর্শিদাবাদ ডিআইবির পুলিশ ইনস্পেক্টর সৌম্যজিৎ মল্লিককে আইসি কালিয়াচক করে পাঠানো হল মালদায়। আর, আইসি কালিয়াচক উদয়শংকর ঘোষকে পাঠানো হল আসানসোল-দুর্গাপুরের পুলিশ ইনস্পেক্টর করে। হাওড়া জিআরপির পুলিশ ইনস্পেক্টর তুহিন বিশ্বাসকে বদলি করা হয়েছে নন্দীগ্রাম থানায়।

আরও পড়ুন- আবারও ‘সেরার সেরা’ বাংলা, যুগান্তকারী সম্মানে ভূষিত পশ্চিমবঙ্গ সরকার!

পঞ্চায়েত নির্বাচনের সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে বারবার অশান্তির অভিযোগ উঠেছে। তার জেরে পুলিশের বিরুদ্ধে তথা রাজ্য সরকারের আইন-শৃঙ্খলা পরিস্থিতির দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিরোধীরা। এমনকী, আদালতেও বারবার রাজ্য সরকারকে পুলিশের ব্যর্থতার জন্য কথা শুনতে হয়েছে। এই পরিস্থিতিতেই পুলিশে রদবদলের পথে হাঁটল নবান্ন।

police Mamata Banerjee Nabanna
Advertisment