Advertisment

শুভ সকাল, আজ দিনভর কোথায় কী? জেনে নিন বিশদে

আজ দিনভরের খবরের আগাম আভাস আগেই পেয়ে যান।

author-image
IE Bangla Web Desk
New Update
big events in west bengal on 16 september 2023 updates

দ্বিতীয় হুগলি সেতু।

স্পেন সফরে মুখ্যমন্ত্রী

Advertisment

লগ্নির খোঁজে স্পেন সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই বেশ কয়েক দফা কর্মসূচি সেরেছেন। আজ বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে তিনি যাবেন বিশ্বের অন্যতম সেরা ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের মাঠে। রিয়াল মাদ্রিদ ক্লাবের নতুন স্টেডিয়াম ঘুরে দেখবেন মমতা-সৌরভ। ফুটবলের পরিকাঠামোগত বিষয়গুলি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী।

আবহাওয়ার হাল-হকিকত…

সকাল থেকে আংশিক মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে একাধিক জেলায়। নতুন সপ্তাহের শুরুতেও ফের এক দফায় প্রবল বৃষ্টির হাত ধরে তাপমাত্রা নামার ইঙ্গিত।

ট্রেন বাতিলে আজ থেকেই ভোগান্তি

হাওড়া শাখার ব্যান্ডেল-শক্তিগড় সেকশনের আদিসপ্তগ্রামের কাছে ১২ নম্বর লেভেল ক্রসিংয়ে তৈরি হবে ওভারব্রিজ। তারই জেরে আজ শনিবার থেকে সোমবার পর্যন্ত কাজ করবে রেল। আজ ১৬ সেপ্টেম্বর থেকে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত এই শাখায় ট্রাফিক ও পাওয়ার ব্লকের সিদ্ধান্ত রেলের। এর ফলে বেশ কিছু লোকাল ও দূরপাল্লার ট্রেন ঘুরপথে চালানো হবে। যাত্রী ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন- রাজ্য-রাজ্যপাল জেদাজেদি: উপাচার্য নিয়োগ জট ছাড়াতে বড় ভূমিকায় সুপ্রিম কোর্ট

আজ থেকে শুরু সিপিএম পলিটব্যুরোর বৈঠক

আজ থেকে দু'দিনের সিপিএম পলিটব্যুরোর বৈঠক শুরু হচ্ছে। বৈঠকে আগামী দিনে লড়াইয়ের রণকৌশল নির্ধারণ হবে। ইন্ডিয়া জোটে দলের ভূমিকা নিয়েও কথা বলবেন নেতারা। ইন্ডিয়া জোটে তৃণমূলের সঙ্গে একমঞ্চে থাকা নিয়ে পশ্চিমবঙ্গে দলের কর্মীদের একাংশের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। এমনকী এরাজ্যে লোকসভা ভোটে বাম, কংগ্রেস, তৃণমূল এক ছাতার তলায় দাঁড়িয়ে নির্বাচনে লড়বে কিনা তা নিয়েও বাড়ছে ধন্দ। এই পরিস্থিতিতে কী করণীয় তা নিয়েই আলোচনায় বাম নেতারা।

আজ প্রশ্নের মুখে পড়তে পারেন ফিরহাদ

আজ কলকাতা পুরসভার অধিবেশন। শহরে দাপট বাড়াচ্ছে ডেঙ্গি ও ম্যালেরিয়া। বহু জায়গায় নিকাশিনালা পরিস্কার না হওয়ার অভিযোগ বিরোধীদের। এপ্রসঙ্গেই আজ বিরোধী কাউন্সিলরদের চোখা চোখা প্রশ্নের মুখে পড়তে হতে পারে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে।

kolkata news West Bengal West Bengal News
Advertisment