মুখ্যমন্ত্রীর স্পেন সফর
আজ, বুধবার দুবাই থেকে স্পেনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুভাই থেকে স্পেনের রাজধানী মাদ্রিদে উড়ে যাবে তাঁর বিমান। মাদ্রিদে পৌঁছবেন স্থানীয় সময় দুপুরে। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার থেকে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। তিনি বৈঠক করবেন স্পেনের লা লিগা কর্তাদের সঙ্গে।
ইডি দফতরে হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
ইডির তলবে সাড়া দিয়ে আজ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, অভিষেক তদন্তের মুখোমুখি হতে ভয় পান না। তিনি তদন্তে সহযোগিতা করবেন। তবে আজ আবার দিল্লিতে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠক। সেই বৈঠকে থাকতে পারছেন না অভিষেক, থাকছে না তৃণমূল-সিপিএমের কোনও সদস্য। এই কমিটির সদস্য অভিষেক। তবে জিজ্ঞাসাবাদ করলেও অভিষেককে এখনই গ্রেফতার করতে পারবে না ইডি। রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন ‘মারাত্মক তথ্য’ পেয়েই নারদে গা ঝাড়া CBI-এর? তড়িঘড়ি তলব ম্যাথু স্যামুয়েলকে
দিল্লিতে ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠক
বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার সমন্বয় কমিটির প্রথম বৈঠক আজ দিল্লিতে হবে। মুম্বইয়ের বৈঠকে এই ১৩ জনের সমন্বয় কমিটি তৈরি হয়। আজকের বৈঠকের সভাপতিত্ব করবেন এনসিপি নেতা শরদ পাওয়ার। এই কমিটির সদস্য মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে ইডির তলবে হাজিরা দেওয়ার কারণে এই বৈঠকে থাকতে পারছেন না তিনি। থাকছে না তৃণমূলের কোনও সদস্যই।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি
ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে। সেই ঘূর্ণাবর্ত আজ নিম্নচাপে পরিণত হতে পারে। এর জেরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। আগামী শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।