হাইকোর্টে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি
ফের নজরে স্কুল ও পুরসভায় নিয়োগ দুর্নীতির মামলা। এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির অধিকর্তাদের সম্পত্তি সংক্রান্ত তথ্য জমা দিতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। এছাড়াও নিয়োগ দুর্নীতি কাণ্ডে যে অভিনেতা-অভিনেত্রীদের নাম এসেছিল তাঁদেরও সম্পত্তির বিবরণ জমা দিতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ইডির আজ সেই সব তথ্য আদালতে জমা দেওয়ার কথা।
মুখ্যমন্ত্রী দুবাইয়ে
স্পেন সফর সেরে এবার দুবাইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুবাইযে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের বাংলায় লগ্নির আহ্বান জানাবেন মুখ্যমন্ত্রী। আজ প্রখ্যাত শিল্পগোষ্ঠী লুলু-র অধিকর্তার সঙ্গে বৈঠক হওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
সংসদে আরও কয়েকটি বিল পেশ হতে পারে
লোকসভায় পাশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধীদের উদ্দেশ্যে এই বিল নিয়ে বলেছেন, "সমর্থন না করলে কি দ্রুত সংরক্ষণ বাস্তবায়িত হবে? যা হবে ২০২৯ সালের পরেই হবে। সমর্থন করে দিলে গ্যারান্টি হয়ে গেল।" কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী মহিলা বিল নিয়ে বলেন, "এই বিল এখনই কার্যকর করা না হলে দেশের মহিলাদের প্রতি অবিচার করা হবে। আমার জীবনসঙ্গী রাজীব গান্ধী প্রথম পুরসভা, পঞ্চায়েতে মহিলা সংরক্ষণ করে বিল এনেছিলেন।" আজ রাজ্যসভায় বিলটি নিয়ে বিতর্ক হতে পারে। শুধু এই বিলটিই নয়, আজ আরও কয়েকটি বিল পেশের সম্ভাবনা রয়েছে। সংসদের বিশেষ অজদিবসের আজ চততরু্থ দিন।
নিম্নচাপের জেরে বৃষ্টি চলবে
বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায়-দফায় বৃষ্টি চলছে। আজ ও আগামিকাল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূমে বেশি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।