Advertisment

Kolkata News: ভ্রমণপিপাসুরা এই খবর এখনই পড়ুন! সতর্ক না হলে সর্বশান্ত হবেন

Kolkata News: বিষয়টি নিয়ে অভিযোগ পেতেই দ্রুত তৎপরতা শুরু করে পুলিশ। তড়িঘড়ি অভিযানের পরিকল্পনা হয়। সেই মতো দ্রুত অভিযান চালিয়ে চারজনকে পুলিশ গ্রেফতার করেছে। এই ঘটনায় আর কার কার যোগ রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Big fraud by opening office of tourism agency in Kolkata, 4 arrested, পর্যটন সংস্থার অফিস খুলে প্রতারণা

Kolkata News: প্রতারণার অভিযোগে গ্রেফতার ৪।

Kolkata News: খাস কলকাতায় ট্যুরিজম সংস্থার অফিস খুলে বিশাল প্রতারণার ফাঁদ। দেশ-বিদেশে বেড়াতে নিয়ে যাওয়ার টোপ দিয়ে ভ্রমণপিপাসুদের কাছ থেকে মোটা টাকা প্রতারণার বড়সড় কারবার ফেঁদে বসেছিল কয়েকজন। সেই অভিযোগের ভিত্তিতে ওই সংস্থায় অভিযান চালিয়ে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।

Advertisment

পুলিশ সূত্রে খবর, বিধাননগর উত্তর থানায় এক ব্যক্তি গিয়ে অভিযোগ করেন যে তিনি ঘুরতে যাওয়ার জন্য একটি ট্যুরিজম সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিলেন। ওই ট্যুরিজম সংস্থার সিটি সেন্টার ওয়ান-এর কাছে একটি অফিস রয়েছে। সেই অফিসেই গিয়েছিলেন ওই ব্যক্তি। সেখানে তিনি ৭৫ হাজার টাকা জমা দেন বলে দাবি।

তবে অভিযোগ, সেই টাকা ওই ব্যক্তি দেওয়ার পরেও তাঁর ট্যুরের বন্দোবস্ত করেনি ওই সংস্থা। শেষমেশ প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ওই ব্যক্তি পুলিশে অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তড়িঘড়ি অভিযান চলে ওই ট্যুরিজম সংস্থার অফিসে।

আরও পড়ুন- Baruipur Incident: পাম্পিং স্টেশনে জলে নেমে রিলস, প্রবল স্রোতে ভেসেই গেল কিশোর

সিটি সেন্টার সংলগ্ন ওই অফিসে হানা দিয়ে বেশ কিছু নথি-সহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে ওই সংস্থাটি রীতিমতো বিশাল প্রতারণার ফাঁদ পেতেছে বলে সন্দেহ তদন্তকারীদের। এই চক্রের পিছনে আর কে কে রয়েছে সেব্যাপারে ধৃতদের জেরা করে জানার চেষ্টায় পুলিশ।

আরও পড়ুন- West Bengal Weather Update: আরও বাড়বে দুর্যোগ! ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা একাধিক জেলায়

police kolkata news Bidhannagar
Advertisment