প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলায় হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টেও স্বস্তি পেল রাজ্য। চাকরিপ্রার্থীদের একাংশের করা মামলা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। তার বদলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ই বহাল রাখল সর্বোচ্চ আদালত। যার ফলে শর্তসাপেক্ষে ১৫,২৮৪টি পদে শিক্ষক নিয়োগে আর বাধা রইল না প্রাথমিক শিক্ষা পর্ষদের।
ভোটের মুখে প্রাথমিক শিক্ষক নিয়োগে মেধাতালিকায় দুর্নীতির অভিযোগে নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে রাজ্য সরকার। তারপর সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। ভোটের মুখে যার ফলে স্বস্তি পায় রাজ্য সরকার। তার মানে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আর কোনও বাধা রইল না। আদালত জানিয়ে দেয়, আপাতত নিয়োগ প্রক্রিয়া চলতে পারে।
কিন্তু চাকরিপ্রার্থীদের একাংশ সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে। এবার সেই মামলাও খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে বহাল রাখা নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে। প্রসঙ্গত, রাজ্যে প্রায় সাড়ে ১৬ হাজার শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ। তারপরই আদালতের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীদের একাংশ।
তাঁদের অভিযোগ, ‘প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিস্তর গরমিল রয়েছে। রাতারাতি মেসেজ পাঠিয়ে এবং ফোন করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হচ্ছে। কীসের ভিত্তিতে চাকরি দেওয়া হচ্ছে, লিখিত পরীক্ষায় কে, কত নম্বর পেয়েছেন এবং ইন্টারভিউয়ে কত পেয়েছেন, সেই সংক্রান্ত কোনও তথ্যই প্রকাশ করা হচ্ছে না।‘ এরপরই নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেয় সিঙ্গল বেঞ্চ। এরপর সেই রায়ে স্থগিতাদেশ দিয়ে নিয়োগ প্রক্রিয়া চালু রাখার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ।