/indian-express-bangla/media/media_files/2025/10/24/pm-modi-reminds-bihar-of-jungle-raj-after-tejashwi-yadav-named-india-s-cm-face-2025-10-24-10-55-34.jpg)
'দাবাং' স্টাইলে 'জঙ্গলরাজের' স্মৃতি আওড়ে বিরোধীদের নিশানা মোদীর
Bihar Election 2025: বিহার নির্বাচন ২০২৫: মহাজোটের মুখ্যমন্ত্রীর 'মুখ' তেজস্বী, ঘোষণা হতেই ‘জঙ্গল রাজ’-এর স্মৃতি কটাক্ষ প্রধানমন্ত্রী মোদীর।
আরও পড়ুন- প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা: কবে পাবেন ২১তম কিস্তির টাকা? রইল ব্রেকিং আপডেট
বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের তুঙ্গে রাজনৈতিক উত্তাপ। বিরোধী জোট যখন আরজেডি নেতা তেজস্বী যাদবকে তাদের মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে ঘোষণা করেছে, ঠিক তার কয়েক ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের কড়া আক্রমণ শানালেন। বিজেপির এক ডিজিটাল কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বিহারের বিজেপি কর্মীদের উদ্দেশ্যে মোদী বলেন, “বিহারের মানুষ ‘জঙ্গল রাজ’-এর সেই দিনগুলো কখনও ভুলতে পারবে না—পরবর্তী একশো বছরেও না।”
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, "বিরোধী দলগুলির জোট রাজ্যে আবারও সেই অরাজকতার যুগ ফিরিয়ে আনতে চাইছে। তাই বিজেপি কর্মীদের প্রতি তাঁর আহ্বান, রাজ্যের তরুণ প্রজন্মকে অতীতের সেই দুর্বিষহ দিনগুলির কথা স্মরণ করিয়ে দিতে হবে। মোদী বলেন, “তরুণ ভোটারদের উচিত প্রবীণদের কাছ থেকে শোনা, কীভাবে বিহার একসময় অপরাধ, নকশালবাদ ও দুর্নীতির আঁতুড়ঘর ছিল।”
‘বিহারের উন্নতি থেমে ছিল জঙ্গল রাজে’: মোদী
প্রধানমন্ত্রী মোদী বলেন, “নীতীশজী এবং এনডিএ সরকার বিহারকে জঙ্গল রাজ থেকে বের করে এনে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। আজ মানুষ গর্ব করে বলে—আমরা বিহারি।” তিনি আরও যোগ করেন, “একটি ভোটের শক্তিই আজ বিহারকে এই পরিবর্তনের পথে এনেছে। রাম মন্দির হোক বা অপারেশন সিনদুর—সবই সেই ভোটের শক্তির প্রতিফলন।”
আরও পড়ুন- বুক কাঁপানো দুর্ঘটনা, ঝলসে মৃত্যুমিছিল, হাহাকার, আর্তনাদ, হাসপাতালে স্তূপাকৃতি দেহ, শোকপ্রকাশ মোদীর
বিরোধী মহাগঠবন্ধনকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, “ওরা গঠবন্ধন নয়, লাঠবন্ধন—যারা কেবল লাঠি চালাতে জানে, উন্নয়ন নয়।” তাঁর অভিযোগ, এই জোট নিজেদের স্বার্থে ব্যস্ত, বিহারের যুবসমাজ বা উন্নয়নের প্রতি তাদের কোনও দায়বদ্ধতা নেই। তিনি বলেন, “জঙ্গল রাজের সময় নকশালবাদ এবং মাওবাদী সন্ত্রাস স্কুল-কলেজ বন্ধ করে দিয়েছিল, শিল্পকে ধ্বংস করেছিল। সেই অন্ধকার থেকে বিহারকে টেনে বের করতে এনডিএর বহু বছর লেগেছে।”
মোদী আরও বলেন, “আজও মানুষের মনে বিহারের সেই জঙ্গল রাজের স্মৃতি টাটকা। পরবর্তী একশো বছরেও না। বিরোধীরা যতই নিজেদের অপরাধ ঢাকার চেষ্টা করুক, বিহারের মানুষ সব মনে রেখেছে।”
আরও পড়ুন- মত্ত অবস্থায় কালী মূর্তি ভাঙচুর নারায়ণের, গ্রেফতারির পর দাবি পুলিশের, শুভেন্দু দুষলেন তৃণমূলকেই
নারীশক্তির উন্নয়নে জোর মোদীর
বিহারের মহিলা ভোটব্যাংককে লক্ষ্য করে প্রধানমন্ত্রী বলেন, “জঙ্গল রাজে কেলেঙ্কারি চলেছে, মহিলাদের চার দেওয়ালের মধ্যে বন্দি রাখা হয়েছে। এনডিএ সরকার মহিলাদের সম্মান ও ক্ষমতায়নের জন্য কাজ করেছে।” তিনি দাবি করেন, “১২ লক্ষের বেশি বোনেরা নিজেদের ব্যবসা শুরু করতে ১০,০০০ টাকা করে পেয়েছেন।” মোদী আরও জানান, আগামী ১৪ নভেম্বর ক্ষমতায় ফিরলে “নারী উন্নয়নের এক নতুন অধ্যায় শুরু হবে বিহারে।”
তেজস্বীকে ‘অপরাধীর পুত্র’ বলে কটাক্ষ সম্রাট চৌধুরীর
আরজেডি নেতা তেজস্বী যাদবকে বিরোধী জোটের মুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণার পর বিজেপি শিবির থেকে তীব্র প্রতিক্রিয়া আসতে শুরু হয়েছে । বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বলেন, “আজ গণতন্ত্রের জন্য এক কালো দিন। একজন অপরাধীর পুত্রকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হয়েছে।” তিনি অভিযোগ করেন, “লালু যাদব জোটের অন্যান্য দল, বিশেষ করে কংগ্রেসকে চাপে রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন। ঠিক যেমনভাবে বিহারে জঙ্গল রাজ কায়েম করেছিলেন।”
চৌধুরীর কথায়, “আরজেডি ১৫ বছর বিহারে লুটপাট, ভয় আর দুর্নীতির শাসন চালিয়েছিল। আজ তাঁরই পুত্র মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে—এটা লজ্জার।”
অন্যদিকে, বিরোধী জোটের তরফে কংগ্রেসের বার্তা, তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা কোনও ব্যক্তিনির্ভর সিদ্ধান্ত নয়, বরং এটি যৌথভাবে গঠিত ‘জনতার জোট’-র অংশ। কংগ্রেস নেতা অশোক গেহলট জানান, সিদ্ধান্তটি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধীর অনুমোদনে গৃহীত হয়েছে। তিনি আরও ঘোষণা করেন, যদি জোট ক্ষমতায় আসে, তাহলে বিকাশশীল ইন্সান পার্টির (VIP) মুকেশ সাহানি সহ বিভিন্ন সম্প্রদায়ের নেতারা উপ-মুখ্যমন্ত্রী হবেন, যাতে বিহারের সামাজিক ভারসাম্য বজায় থাকে।
আরও পড়ুন- বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, ফের ভিজবে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গেও চলবে হালকা বৃষ্টি
উল্লেখ্য, বিহার বিধানসভা নির্বাচন দুই দফায় অনুষ্ঠিত হবে—৬ ও ১১ নভেম্বর। ভোটগণনা হবে ১৪ নভেম্বর।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us