ফের মোদীর মাকে অশালীন মন্তব্য! লালু পুত্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

বিহার বিধানসভা নির্বাচনের আগে উত্তপ্ত বিহারের রাজনীতি। বিজেপি অভিযোগ করেছে, বিরোধী নেতা তেজস্বী যাদবের বিহার অধিকার যাত্রার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মায়ের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা হয়েছে।

বিহার বিধানসভা নির্বাচনের আগে উত্তপ্ত বিহারের রাজনীতি। বিজেপি অভিযোগ করেছে, বিরোধী নেতা তেজস্বী যাদবের বিহার অধিকার যাত্রার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মায়ের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

ফের মোদীর মাকে অশালীন মন্তব্য! লালু পুত্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

বিহার বিধানসভা নির্বাচনের আগে উত্তপ্ত বিহারের রাজনীতি। বিজেপি অভিযোগ করেছে, বিরোধী নেতা তেজস্বী যাদবের বিহার অধিকার যাত্রার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মায়ের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা হয়েছে। এর আগে দারভাঙ্গায় রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা সমাবেশের মঞ্চ থেকেও একই ধরনের বিতর্ক শুরু হয়েছিল।

Advertisment

রবিবার বিজেপি দাবি করেছে যে তেজস্বী যাদবের সফরের সময় আরজেডি কর্মীরা মোদীর প্রয়াত মাকে 'গালি' দিয়েছেন। বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী একটি  ভিডিও শেয়ার করে লিখেছেন, তেজস্বী যাদবের এই আচরণ বিহারের সংস্কৃতিকে কলঙ্কিত করছে। সম্রাট চৌধুরী আরও বলেছেন, বিহারের মা-বোনেরা এই অপমানের জবাব গণতান্ত্রিক ভাবেই  দেবেন। 

Advertisment

বিজেপি নেতারা এই ঘটনাকে গণতন্ত্রের জন্য চরম অপমান হিসেবে অভিহিত করেছেন এবং প্রশ্ন তুলেছেন, মা-বোনদের অপমান কি এখন বিরোধীদের রাজনৈতিক অস্ত্র হয়ে উঠেছে। বিজেপি নেতারা বলছেন, এই ধরনের রাজনীতি জনসাধারণের কাছে অগ্রহণযোগ্য এবং এর প্রভাব নির্বাচনে স্পষ্টভাবে দেখা যাবে।

বিজেপির অভিযোগের ব্যাপারে আরজেডির পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বারবার চেষ্টা করেও দলীয় কর্মকর্তাদের মন্তব্য মেলেনি। উল্লেখ্য, তেজস্বী যাদব ১৬ সেপ্টেম্বর জেহানাবাদ থেকে তার বিহার অধিকার যাত্রা শুরু করেন। যাত্রার প্রথম ধাপ নালন্দা এবং বেগুসরাইয়ের মতো এনডিএ-র শক্ত ঘাঁটিগুলির মধ্য দিয়ে গেছে এবং ২০ সেপ্টেম্বর বৈশালীতে যাত্রা শেষ হয়।

modi Tejashwi Yadav