Bihar police constable exam paper leak: বিহার পুলিশের অর্থনৈতিক অপরাধ ইউনিট (EOU) ১ অক্টোবর, ২০২৩-এ বিহার পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বৃহস্পতিবার চারজনকে গ্রেফতার করেছে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ৩ অক্টোবর ২০২৩-এ বাতিল হয় সেই পরীক্ষা।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনার কৌশিক কুমার কর এবং সঞ্জয় দাস, কলকাতার সুমন বিশ্বাস। পাশাপাশি উত্তর প্রদেশের লখনউ থেকে গ্রেফতার হন সৌরভ বন্দোপাধ্যায়। এর আগে ৫ জুন, ইইউ অশ্বনী রঞ্জন, ভিক্কি কুমার এবং অনিকেতকে আটক করে। তারা সকলেই বিহারের বাসিন্দা এবং আন্তঃরাজ্য সঞ্জীব মুখিয়া গ্যাংয়ের সদস্য। বর্তমানে তারা বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মুখিয়া গ্যাংয়ের বেশ কয়েকজন সদস্যকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে বিহার পুলিশ। এর মধ্যে রয়েছে NEET UG এবং বিহার পাবলিক সার্ভিস কমিশনের (BPSC) শিক্ষক নিয়োগ পরীক্ষা (TRE - 3)। ইইউ বিভিন্ন জেলা জুড়ে মোট ৭৪ টি এফআইআর দায়ের করেছে এবং বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মামলায় ১৫০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন : < Partha Chatterjee: ভাঙা পড়ল বেহালায় পার্থর বেআইনি ‘অফিস’! মমতার নির্দেশেই কুইক অ্যাকশন প্রশাসনের >
উল্লেখ্য, ২০২৩ সালেরর বিহার পুলিশ কনস্টেবল নিয়োগের মাধ্যমে রাজ্য পুলিশের বিভিন্ন শাখায় ২১ হাজারের বেশি শূন্যপদ পূরণের লক্ষ্য নেওয়া হয়েছিল। ১ অক্টোবর বিহারের ৩৭ টি জেলা জুড়ে ৫২৯ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়, ১৮ লাখেরও বেশি পরীক্ষার্থী সেই পরীক্ষায় অংশ নেয়।