রেশন দুর্নীতির তদন্তে এবার চাঞ্চল্যকর মোড়। লালুপ্রসাদ যাদবের সময়ে বিহারের পশুখাদ্য কেলেঙ্কারির সঙ্গে যোগ বাংলার রেশন দুর্নীতির। এরাজ্যে রেশন দুর্নীতির তদন্তে নেমে অঙ্কিত ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে তল্লাশি অভিান চালায় ইডি। এই সংস্থার ডিরেক্টর পদে থাকা দীপেশ চন্দক ও হীতেশ চন্দককে পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় আগে গ্রেফতার করেছিল সিবিআই। যদিও পরবর্তী সময়ে রাজসাক্ষী হয়ে গিয়েছিলেন দু'জনেই। তাঁরা ছাড়াও পেয়ে যান। এই দীপেশ ও হীতেশ দু'জনেই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে দাবি ইডি সূত্রের।
আরও পড়ুন- 'মন্ত্রীর কথা তো ফেলতে পারি না', বোমা ফাটালেন প্রাক্তন আপ্তসহায়ক! জ্যোতিপ্রিয়র আরও কীর্তি ফাঁস
কেলেঙ্কারিতে বাংলা-বিহার যোগ! রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমে ইতিমধ্যেই রাজ্যের একাধিক এলাকায় হানা দিয়েছে ইডি। দিকে দিকে চলেছে তল্লাশি। সেই অভিযান এখনও জারি রয়েছে। দুর্নীতি তদন্তে অঙ্কিত ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার আটা, চালকলেও তল্লাশি চালায় ইডি। এমনকী সংস্থার ক্রেতাদের বাড়ি ও অফিসেও হানা দেন তদন্তকারীরা।
আরও পড়ুন- নিয়োগ দুর্নীতির তদন্তে নয়া মোড়! ফের চর্চায় কালীঘাটের কাকু, SSKM-কে চিঠি ইডির
ওই সংস্থার দুই ডিরেক্টর দীপেশ চন্দক ও হীতেশ চন্দককে আগে বিহারের পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় গ্রেফতার করা হয়। যদিও গ্রেফতারের পর তাঁরা রাজসাক্ষী হয়ে গিয়েছিলেন। ছাড়াও পেয়ে যান তাঁরা।
আরও পড়ুন- সল্টলেকের ব্যবসায়ীর বাড়িতে কেন নিয়মিত যেতেন মন্ত্রী জ্যোতিপ্রিয়? নজর ইডির
চন্দকদের এরাজ্যেও একাধিক ব্যবসা রয়েছে। আটা, চালকল-সহ বিভিন্ন ব্যবসায় বাংলায় বিনিয়োগ চন্দক পরিবারের। সেই সূত্রেই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে চন্দকদের যোগাযোগ ছিল বলে মনে করছে ইডি।