Advertisment

বাতাসের বিষাদ, বনেদি বাড়ি থেকে মণ্ডপে মণ্ডপে চলছে সিঁদুর খেলা

স্বামী ও পরিবারের মঙ্গলকামনায় একে অপরের সিথিতে সিঁদুর পরিয়েখেলায় মাতেন বিবাহিত মহিলারা।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
bijoya dashami celebration sindur khela

শোভাবাজার রাজবাড়িতে সিঁধুর খেলা। এক্সপ্রেস ফটো শশী ঘোষ

আজ দশমী। উৎসবের ইতি। মন খারাপের শুরু। বাতাসে বিষাদের সুর। তিথি অনুযায়ী, এদিন সকাল ইতিমধ্যেই বনেদি বাড়়ি ও বহু বারোয়ারি পুজো মণ্ডপে দশমী পুজো হয়ে গিয়েছে। প্রতিমা বিসর্জনের কন্যাসম দেবী উমাকে বরণ করে, মিষ্টি মুখ করিয়ে চলছে সিঁদুর খেলা।

Advertisment

সদ্য বিবাহিতা থেকে প্রবীণা, সিদুঁর রাঙা গালে আজ সবাই দেবীরূপে অবতীর্ণ।

publive-image
দশমীতে চলছে সিঁদুর খেলা ছবি শশী ঘোষ

বিজয়া দশমীর দিনই কেন হয় এই সিঁদুর খেলা? তা নিয়ে নানা মত। কথিত রয়েছে, স্বামী ও পরিবারের মঙ্গলকামনায় একে অপরের সিথিতে সিঁদুর পরিয়ে খেলায় মাতেন বিবাহিত মহিলারা। আর দেবী দুর্গা বিবাহিত, ফলে তাঁকে সিঁদুর লাগিয়ে, মিষ্টি মুখ করিয়ে সংসারের ভালো চেয়ে কৈলাসের পথে বিদায় জানানোই বাঙালি রেওয়াজ।

publive-image
এক্সপ্রেস ফটো শশী ঘোষ

আবার, ভবিষ্য পুরাণ অনুযায়ী সিঁদুর ব্রহ্মের প্রতীক। মনে করা হয় ব্রহ্ম সমস্ত দুঃখ কষ্ট দূর করে সুখের সঞ্চার করেন। তাই বিবাহিত মহিলারা একে অপরকে সিঁথিতে সিঁদুর পরিয়ে ব্রহ্মের সামনে স্বামী ও ও পরিবারের মঙ্গল কামনা করেন।

publive-image

সিদুঁর খেলার পাশাপাশি চলছে ধুনুচি নাচও। এছাড়া বিজয়া উপলক্ষে বিভিন্ন নাম করা মিষ্টির দোকানের সামনেও ভিড় নজরকাড়া।

প্রশাসনের নির্দেশিকা অনুযায়ী আগামী চারদিন অর্থাৎ ১৮ অক্টোবর পর্যন্ত প্রতিমা নিরঞ্জন করা যাবে। ঘাটগুলিতে কোভিড বিধি মেনে প্রস্তুতি সম্পন্ন। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক কলকাতা পুলিশ ও পুরসভা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Kolkata Durga PUja durga puja 2021 West Bengal Durgapuja
Advertisment