scorecardresearch

বাতাসের বিষাদ, বনেদি বাড়ি থেকে মণ্ডপে মণ্ডপে চলছে সিঁদুর খেলা

স্বামী ও পরিবারের মঙ্গলকামনায় একে অপরের সিথিতে সিঁদুর পরিয়েখেলায় মাতেন বিবাহিত মহিলারা।

bijoya dashami celebration sindur khela
শোভাবাজার রাজবাড়িতে সিঁধুর খেলা। এক্সপ্রেস ফটো শশী ঘোষ

আজ দশমী। উৎসবের ইতি। মন খারাপের শুরু। বাতাসে বিষাদের সুর। তিথি অনুযায়ী, এদিন সকাল ইতিমধ্যেই বনেদি বাড়়ি ও বহু বারোয়ারি পুজো মণ্ডপে দশমী পুজো হয়ে গিয়েছে। প্রতিমা বিসর্জনের কন্যাসম দেবী উমাকে বরণ করে, মিষ্টি মুখ করিয়ে চলছে সিঁদুর খেলা।

সদ্য বিবাহিতা থেকে প্রবীণা, সিদুঁর রাঙা গালে আজ সবাই দেবীরূপে অবতীর্ণ।

দশমীতে চলছে সিঁদুর খেলা ছবি শশী ঘোষ

বিজয়া দশমীর দিনই কেন হয় এই সিঁদুর খেলা? তা নিয়ে নানা মত। কথিত রয়েছে, স্বামী ও পরিবারের মঙ্গলকামনায় একে অপরের সিথিতে সিঁদুর পরিয়ে খেলায় মাতেন বিবাহিত মহিলারা। আর দেবী দুর্গা বিবাহিত, ফলে তাঁকে সিঁদুর লাগিয়ে, মিষ্টি মুখ করিয়ে সংসারের ভালো চেয়ে কৈলাসের পথে বিদায় জানানোই বাঙালি রেওয়াজ।

এক্সপ্রেস ফটো শশী ঘোষ

আবার, ভবিষ্য পুরাণ অনুযায়ী সিঁদুর ব্রহ্মের প্রতীক। মনে করা হয় ব্রহ্ম সমস্ত দুঃখ কষ্ট দূর করে সুখের সঞ্চার করেন। তাই বিবাহিত মহিলারা একে অপরকে সিঁথিতে সিঁদুর পরিয়ে ব্রহ্মের সামনে স্বামী ও ও পরিবারের মঙ্গল কামনা করেন।

সিদুঁর খেলার পাশাপাশি চলছে ধুনুচি নাচও। এছাড়া বিজয়া উপলক্ষে বিভিন্ন নাম করা মিষ্টির দোকানের সামনেও ভিড় নজরকাড়া।

প্রশাসনের নির্দেশিকা অনুযায়ী আগামী চারদিন অর্থাৎ ১৮ অক্টোবর পর্যন্ত প্রতিমা নিরঞ্জন করা যাবে। ঘাটগুলিতে কোভিড বিধি মেনে প্রস্তুতি সম্পন্ন। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক কলকাতা পুলিশ ও পুরসভা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Bijoya dashami celebration sindur khela