মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করার অনুমতি পেলেন না বিশিষ্ট আইনজীবী তথা বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ মনে করে, এখনই আদালত অবমাননার মামলার দরকার নেই। তাঁরা বিষয়টি বিবেচনার মধ্যে রেখেছেন বলে এদিন বিকাশরঞ্জন ভট্টাচার্যকে জানানো হয়েছে।
উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরিহারাদের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁদের চাকরি থেকে না সরিয়ে বিকল্প কোনও ব্যবস্থা করা যায় কিনা সেব্যাপারে আদালতকেই প্রয়োজনীয় পদক্ষেপ করতে আবেদন জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অযোগ্য প্রার্থীদের হয়ে সওয়াল করায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন আইনজীবী বিকাঞ্জন ভট্টচার্য।
অযোগ্য চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়ানোর অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন বাম নেতা বিকাশ ভট্টাচার্য।
আরও পড়ুন- চরম কিছু ঘটার আঁচ সুকন্যার! ED হাজিরায় সময় চেয়ে ‘তৈরি’ হচ্ছেন কেষ্ট-কন্যাও
বুধবার স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের আর্জি জানিয়েছিলেন বিকাশ। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করার অনুমতি দিয়েছিলেন উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। এব্যাপারে বৃহস্পতিবার দুপুকে হাইকোর্টে বিকাশ ভট্টাচার্যকে হলফনামা জমা দিতে বলা হয়েছিল।
যদিও বিকাশ ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করার প্রস্তাব দিয়েছিলেন। তবে বিকাশ ভট্টাচার্য়ের এই আবেদনে এখনই সাড়া দেয়নি প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। বিষয়টি বিবেচনা করে দেখা হবে বলে জানানো হয়েছে।