scorecardresearch

কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত বিনয় মিশ্রে ভাইয়ের জামিন, আদালত বেরিয়ে বড় দাবি বিকাশের!

‘সিবিআইয়ের চার্জশিটে আমার বিরুদ্ধে কোনও চার্জ নেই। অনুপ মাঝির সঙ্গেও কোনও লেনদেন ওঁরা দেখাতে পারেননি।’

bikash mishra bail asansol cbi court coal scam case , কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত বিনয় মিশ্রে ভাইয়ের জামিন, আদালত বেরিয়ে বড় দাবি বিকাশের!
বিনয় ও বিকাশ মিশ্র।

কয়লা পাচারকাণ্ডে শর্তসাপেক্ষে বিকাশ মিশ্রকে জামিন মঞ্জুর করল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। কলকাতা হাইকোর্ট থেকে কয়লা পাচারকাণ্ডের অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে আগেই জামিন পেয়েছিলেন। সেই শর্তই বজায় রয়েছে।

আগেই বিকাশকে কয়লা পাচার মামলায় শর্তসাপেক্ষে জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু সিবিআই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে বিকাশ মিশ্রকে হেফাজতে চেয়ে আবেদন জানায়। কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির দাবি ছিল, বিকাশকে যদি কিছুদিন হেফাজতে পাওয়া যায় তাহলে কয়লা পাচারকাণ্ডের তদন্তের সুবিধা হবে। সুপ্রিম কোর্ট সিবিআইয়ের আবেদনে সাড়া দেয়। সেই আর্জির প্রেক্ষিতে গত ১০ এপ্রিল শীর্ষ আদালত বিকাশকে চার দিনের জন্য সিবিআইয়ের হেফাজতের নির্দেশ দেয়।

এরপর সুপ্রিম নির্দেশ মোতাবেক ১২ মে আসানসোলের সিবিআই আদালত বিকাশকে চার দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছিল। হেফাজতের মেয়াদ শেষে এদিন আদালতে তোলা হলে বিকাশের জামিন মঞ্জুর করেন বিচারক।

আদালত থেকে বেরিয়ে বিকাশ মিশ্র মঙ্গলবার সংবাদ-মাধ্যমকে বলেছেন, ‘আমি আদালতের নির্দেশ অনুযায়ী নিয়মিত প্রতি সপ্তাহে হাজিরা দিয়েছি। আগামিতেও তদন্তে সহায়তা করব। সুপ্রিম কোর্ট বলেছিল চার দিন হেফাজতে থাকতে হবে। থেকে এলাম।’নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেছেন, ‘সিবিআইয়ের চার্জশিটে আমার বিরুদ্ধে কোনও চার্জ নেই। অনুপ মাঝির সঙ্গেও কোনও লেনদেন ওঁরা দেখাতে পারেননি। আইনি প্রক্রিয়া চলছে। প্রয়োজনে তদন্তে সবধরনের সহযোগিতা করব।’

তবে চারদিন সিবিআই হেফাজতে থাকাকালীন অনুপ মাঝি ওরফে লালার মুখোমুখি বসিয়ে তাকে জেরা করা হয়েছে কিনা, তা নিয়ে সরাসরি বিকাশ কোনও মন্তব্য করেননি।

কয়লা এবং গরু পাচার মামলায় মূল অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই বিকাশ। কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির দাবি, বিনয় মিশ্র এখনও পলাতক। তাঁকে খুঁজছে সিবিআই। আদালতে কেন্দ্রীয় এজেন্সির দাবি, বিনয়ের লেনদেনের অনেকটাই বিকাশ দেখভাল করায় তাঁকে হেফাজতে নিয়ে জেরার প্রয়োজন।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Bikash mishra bail asansol cbi court coal scam case