গরু পাচারকাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত বিনয় মিশ্রর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করার প্রস্তুতি শুরু করল সিবিআই। জারি হবে ওপেন ওয়ারেন্ট।
বর্তমানে ব্যবসায়ী বিনয় মিশ্র দুবাইয়ে রয়েছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পরই সিবিআই আধিকারিকরা গরু পাচারকাণ্ডে অন্যতম মূল অভিযুক্তের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারির পরিকল্পনা করেছেন। ইন্টারপোলের কাছে আবেদন জানানো হয়েছে। রেড কর্নার নোটিস জারির আগের পদক্ষেপ ওপেন ওয়ারেন্ট। ইন্টারপোলের অনুমতি মঞ্জুরের পর বিশ্বের বিভিন্ন দেশে সেই ওয়ারেন্টের কপি পাঠানো হবে।
গরু ও কয়লা পাচারকাণ্ডে ইতিমধ্যেই তদন্তে গতি বাড়িয়েছে সিবিআই। বেশ কয়েকজনকে জেরাও করা হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, এই দুই মামলাতেই বিনয় মিশ্র জড়িত। তাই তাঁকে হেফাজতে নিয়ে জেরা করলেই জট খুলতে পারে। এর আগে জেরার জন্য বিনয় মিশ্রকে একাধিকবার সমন পাঠানো হলেও তা এড়িয়েছেন ওই ব্যবসায়ী। তাঁর সন্ধানে বাংলা সহ অন্যান্য রাজ্যেও তল্লাশি চালিয়েছেন সিবিআই গোয়েন্দারা।
অন্যদিকে, গরু পাচার মামলায় ক আইপিএস অফিসারও কেন্দ্রীয় তদন্ত সংস্থার সন্দেহের তালিকায় রয়েছেন। আইপিএস অংশুমান সাহাকে সমন পাঠিয়েছে সিবিআই। ৮ মার্চ তাঁকে নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন