রান্নার গ্যাসে ভর্তুকি চালু রাখতে গেলে বায়োমেট্রিক যাচাইয়ের জন্য গ্যাস ডিলারের অফিসের চক্কর কাটছেন অনেকেই। বায়োমেট্রিক তথ্য জমা না দিলে বন্ধ হয়ে যাবে গ্যাসের ভর্তুকি? এই আশঙ্কাতেই গ্রাহকদের একটি বড় অংশ বেজায় উদ্বিগ্ন। অন্যদিকে, কীভাবে বিপুল পরিমাণ গ্রাহকদের বায়োমেট্রিক অফিসে বসে নেওয়া সম্ভব তা ভেবে চিন্তার ভাঁজ ডিলারদের কপালেও। এবার এই সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর।
আনন্দবাজার অনলাইনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে, এবার থেকে রান্নার গ্যাসের ডেলিভারি বয়রাই বাড়ি-বাড়ি বায়োমেট্রিক যন্ত্র নিয়ে যাবেন। তাঁরাই গ্রাহকদের বায়োমেট্রিক তথ্য নেবেন। এর জেরে ভেগান্তি অনেকাংশে এড়ানো সম্ভব হবে। গ্যাস ডিলারদের অফিসে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। তেমনই চাপ কমবে ডিলারদেরও।
উল্লেখ্য, এর আগে খবর রটেছিল যে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে গ্রাহকদেক বায়োমেট্রিক তথ্য নথিভুক্তকরণের কাজ শেষ করে ফেলতে হবে। যদিও এব্যাপারে স্পষ্ট করে কিছু জানা যায়নি। বায়োমেট্রিকের এই কাজ শেষের চূড়ান্ত সময়সীমা সম্পর্কেও এখনও ওয়াকিবহাল নন অধিকাংশ গ্রাহকই।
আরও পড়ুন- তৃণমূলে বড় ‘খেলা’, জোড়া-ফুলে মন্থন জল্পনায় কৌশলে লাগাম?
এক তেল সংস্থার আধিকারিক আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, এই তথ্য যাচাইকরণের মূল উদ্দেশ্য হল রান্না গ্যাসের ভর্তুকি পেতে যে আধারের তথ্য দেওয়া হয় সেটিই যাচাই করে দেখা।