পদ্ম শিবিরে অস্বস্তি। কয়েক সপ্তাহ আগেই বীরভূমে ভাঙা হয়েছিল দলের কেন্দ্রীয় সম্পাদকের মঞ্চ। এবার দলের জেলা সভাপতির নামেই পড়ল চোর পোস্টার!
সোমবার রামপুরহাটে বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর সভা। তার আগেই দেখা গেল, শুভেন্দু, মোদী ও অমিত শাহর ছবি দেওয়া পোস্টারে বিজেপি-রই জেলা সভাপতি ধ্রুব সাহার মুখে কাটা দাগের চিহ্ন, লেখা রয়েছে 'চোর'। ওই পোস্টারেরই এক জায়গায় লেখা, 'পুরসভা নির্বাচনে তৃণমূলের কাছে টাকা খেয়ে বিজেপিকে হারানোর মূল কাণ্ডারি ধ্রুব সাহা দূর হটো।' ধ্রুব সাহার কোটি কোটি টাকার সম্পত্তির নিয়েও প্রশ্ন তোলা হয়েছেওই পোস্টারে। সিবিআই, ইডি তদন্তের দাবি করা হয়েছে। সেই সঙ্গে দলের রাজ্য নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়কেও 'সেটিংবাজ' বলে দেগে দেওয়া হয়েছে। তাঁকেও অপসারণের দাবি তোলা হয়েছে। পোস্টারের নীচে লেখা হয়েছে ‘বিজেপি বাঁচাও মঞ্চ’।
যা জানাজানি হতেই দলের আইটি সেলের কর্মীরা সেই সব পোস্টার খুলে নেন। তবে কে বা কারা এসব পোস্টারে 'চোর' লিখেছে, তা নিয়েই চরম হইচই পড়েছে।
বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহাকে ঘিরে দ্বিধাবিভক্ত বিজেপি। বিক্ষুব্ধ গোষ্ঠীকে মদত দিয়ে আসছেন বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম হাজরা। বিক্ষুব্ধ বিজেপি নেতারা একাধিকবার বীরভূম জেলা সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহার অপসারণ চেয়ে আন্দোলন করেছেন। ধ্রুব সাহার কুশপুতুল দাহ করেছেন। এবার তাঁর নামেই পড়ল 'চোর' লেখা পোস্টার।
বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে ৩৫টি টার্গেট কেন্দ্রীয় বিজেপি নেতাদের। এরই মধ্যে জাতীয় সম্পাদক বিজেপির অনুপম হাজরা চোরমুক্ত বিজেপি গড়ার ডাক দিয়েছেন। যা নিয়ে আদি ও নব্য বিজেপির মধ্যে দ্বন্দ্ব চলছে। কিছুদিন আগে বোলপুরে বিজেপি নেতা অনুপম হাজরার বিরুদ্ধে গরু চোর পোস্টার পড়েছিল। এবার পোস্টার পড়ল বীরভূম বিজেপির সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে। খুব স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচনের আগে ঘরোয়া দ্বন্দ্বে যথেষ্ট অস্বস্তিতে গেরুয়া শিবির।
বিজেপির দাবি, তৃণমূলের তরফে এই ধরনের পোস্টার দেওয়া হয়েছে। যা অস্বীকার করেছে শাসক দল।