/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/04/cbi-4.jpg)
অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে সিবিআই।
সিবিআই তলব পেয়ে নির্ধারিত সময়েই হাজির বিজেপি নেতা। দুর্গাপুরে এনআইটি ক্যাম্পাসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কার্যালয়ে হাজির বীরভূমের বিজেপি নেতা কালোসোনা মণ্ডল। ভোট পরবর্তী হিংসা মামলায় বীরভূমের প্রাক্তন বিজেপি সাধারণ সম্পাদককে তলব করেছিল সিবিআই।
ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তের গতি বাড়াচ্ছে সিবিআই। জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলকে ফোন করার সূত্রেই সিবিআই স্ক্যানারে পড়ে যান এই বিজেপি নেতা। সরাসরি বীরভূমের কালোসোনা মণ্ডলের কাছ থেকেই ওই ফোনের ব্যাপারে জানতে চান গোয়েন্দারা। সেই কারণেই তাঁকে তলব করে সিবিআই।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/06/Bjp-Leader-Kalosona-Mandal.jpg)
আজ সকাল ১০টায় দুর্গাপুরে সিবিআই অস্থায়ী ক্যাম্পে তলব করা হয়েছিল বিজেপি নেতাকে। সেই তলব পেয়ে নির্ধারিত সময়েই হাজির হয়ে যান বিজেপি নেতা। কালোসোনা মণ্ডলের দাবি, ভোট পরবর্তী হিংসা রোখার চেষ্টা করেই অনুব্রত মণ্ডলকে ফোন করেছিলেন তিনি। শুধু অনুব্রত মণ্ডলই নন, সেই সময় আরও অনেক তৃণমূল নেতাকেই তিনি ফোন করেছিলেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন- বাড়ছে গরমের ছুটি? আজই জারি হতে পারে নির্দেশিকা
এদিকে, ২০২১-এর ভোট পরবর্তী হিংসা মামলায় এর আগে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। পরে অনুব্রত ঘনিষ্ঠ বীরভূম ও বর্ধমানের ৮ থেকে ১০ জোড়াফুল বিধায়ক-নেতাকেও তলব করে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সিবিআই বিজেপির হয়ে কাজ করছে বলে অভিযোগ এরাজ্যের শাসকদলের। রাজনৈতিক উদ্দেশ্যেই রাজ্যের তৃণমূল নেতাদের অপদস্থ করছে সিবিআই, এমনই অভিযোগ তৃণমূলের। তবে এবার ভোট পরবর্তী হিংসা মামলায় এক বিজেপি নেতাকে তলবে সেই অভিযোগ খানিকটা হলেও খণ্ডন হল, এমনই মনে করছে অনেকে।