/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/06/birbhum-blast-759.jpg)
বীরভূমের মল্লারপুরে বিস্ফোরণ। ছবি: টুইটার।
পরপর দু-দুটি বিস্ফোরণের ঘটনা ঘিরে ফের প্রশাসনের চিন্তা বাড়িয়েছে বীরভূম। মল্লারপুর ও লাভপুরে বিস্ফোরণের পর এবার বীরভূমজুড়ে জোরকদমে তল্লাশি অভিযান চালাল পুলিশ। তল্লাশি অভিযান করতে গিয়ে বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পরিমাণে তাজা বোমা উদ্ধার করল পুলিশ। শনিবার রাতে বীরভূম পুলিশের তল্লাশি অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে ১০০টিরও বেশি তাজা বোমা। সেইসঙ্গে গ্রেফতার করা হয়েছে ৯ জনকে।
আরও পড়ুন: বীরভূমে বিস্ফোরণ, উড়ে গেল ক্লাবের ছাদ
এ প্রসঙ্গে বীরভূম পুলিশের এক শীর্ষ আধিকারিক জানান, ‘‘বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে আমরা ১০০টিরও বেশি তাজা বোমা বাজেয়াপ্ত করেছি। বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাজা বোমার পাশাপাশি ৬টি বেআইনি আগ্নেয়াস্ত্রও বাজেয়াপ্ত করা হয়েছে’’।
আরও পড়ুন: বিস্ফোরণে কেঁপে উঠল লাভপুর, ধূলিসাৎ স্বাস্থ্যকেন্দ্র
বাজেয়াপ্ত করা ১১২টি বোমার মধ্যে ৪০টি উদ্ধার করা হয়েছে লাভপুর থেকে। নানুর থেকে উদ্ধার করা হয়েছে ৩২টি বোমা। পাড়ুই থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ২০টি বোমা। কাঁকরতলা ও সদাইপুর থেকে ৯টি করে বোমা উদ্ধার করা হয়েছে। ২টি বোমা উদ্ধার করা হয়েছে রামপুরহাট এলাকা থেকে। এমনটাই জানিয়েছেন বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে বীরভূমে ২টি বিস্ফোরণের ঘটনা ঘটে। মল্লারপুর স্টেশন সংলগ্ন এলাকায় বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় একটি ক্লাব ঘরের ছাদ, ছিটকে যায় লোহার শাটার। বিস্ফোরণের জেরে ক্লাবের পাশে একটি দোতলা বাড়ির জানলার কাচও ভেঙে পড়ে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ক্লাবের ভিতরে থাকা ৭ ফুট উঁচু একটি আলমারিও রাস্তায় ছিটকে গিয়ে পড়ে। এ ঘটনা নিয়ে রীতিমতো শাসক-বিরোধী চাপানউতোর শুরু হয়ে যায়। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই লাভপুর স্বাস্থ্যকেন্দ্রে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ৩ জনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই দুই বিস্ফোরণের ঘটনার পরই নড়েচড়ে বসে পুলিশ-প্রশাসন। সেই প্রেক্ষিতেই বীরভূমজুড়ে পুলিশের তল্লাশি অভিযান বলে মনে করা হচ্ছে।
Read the full story in English