Birbhum News: পুরুষ ওয়ার্ডে নার্সিং স্টাফের আইবুড়ো ভাত, ছবি ভাইরাল হতেই বিতর্কের মুখে সরকারি মেডিক্যাল কলেজ
Birbhum News: প্রশ্ন হচ্ছে, রুগী পরিষেবা দেওয়ার জায়গায় নার্সের পোশাক ড্রেস পরে এই ধরনের অনুষ্ঠান করা যায়? যেখানে হাসপাতালে রোগীদের পরিষেবা দেওয়ার কথা সেখানে কাজ বন্ধ রেখে আইবুড়ো ভাত! যদিও পুরুষ বিভাগের কোনও নার্স এনিয়ে মুখ খোলেননি।
Birbhum News: হাসপাতালের পুরুষ বিভাগে নার্সিং স্টাফের আইবুড়ো ভাত
Birbhum News: হাসপাতালের পুরুষ বিভাগে নার্সিং স্টাফের আইবুড়ো ভাত। সেই ছবি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হতেই বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতালে এরকম অনুষ্ঠানের আয়োজন করা ঠিক হয়নি বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
Advertisment
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে নার্সিং স্টাফরা রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের পুরুষ বিভাগে সহকর্মীর আইবুড়ো ভাতের আয়োজন করা হয়। টেবিলের মধ্যে ফুল দিয়ে সাজানো হয়েছিল পঞ্চব্যঞ্জন রান্না। এরপরেই ভুঁড়িভোজ। সেই ছবি তুলে রিম্পা মণ্ডলের সমাজ মাধ্যমে আপলোড করা হয়েছে। ফলে ছবি ভাইরাল হতে সময় লাগেনি।
Birbhum News: হাসপাতালের পুরুষ বিভাগে নার্সিং স্টাফের আইবুড়ো ভাত
প্রশ্ন হচ্ছে, রুগী পরিষেবা দেওয়ার জায়গায় নার্সের পোশাক ড্রেস পরে এই ধরনের অনুষ্ঠান করা যায়? যেখানে হাসপাতালে রোগীদের পরিষেবা দেওয়ার কথা সেখানে কাজ বন্ধ রেখে আইবুড়ো ভাত! যদিও পুরুষ বিভাগের কোনও নার্স এনিয়ে মুখ খোলেননি।
Advertisment
তবে হাসপাতালের ভারপ্রাপ্ত এমএসভিপি ঈশ্বর চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই ধরনের কোনও অনুষ্ঠান হাসপাতাল চত্বরে করা যায় না। বিষয়টা জেনে তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন হাসপাতালের জয়েন্ট নার্সিং সুপারিন্টেনডেন্ট মুনমুন মুখোপাধ্যায়। তিনি বলেন, “বিষয়টি আমার জানা নেই। আপনাদের কাছেই শুনলাম। তদন্ত করে দেখা হবে”।
যেখানে রুগী পরিষেবা নিয়ে চিকিৎসক ও কর্তব্যরত নার্সিং স্টাফদের গাফিলতি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন হাসপাতালে রুগীর আত্মীয়রা অভিযোগ আনছেন, সেখানে কী করে নার্সিং স্টাফের বিয়ের আগে ঘটা করে আইবুড়ো ভাত খাইয়ে এই ধরণের অনুষ্ঠান করলেন। এনিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।