/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/Same-Sex-Marriage-2.jpg)
same sex marriage: এই বিয়ের পর্ব সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে।
same sex marriage: স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ (Divorce) হয়েছে সম্প্রতি। তারপরেই কঠিন সিদ্ধান্তটা নিয়েই ফেললেন এই যুবক। তিনি বিয়ে (Marriage) করেছেন পরিচিত তাঁরই বন্ধু যুবককে। ভিডিওকলে (Video Call) আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে বহুদিনের পরিচিত বন্ধুর সঙ্গে পরিণয় পার্শ্বে আবদ্ধ হয়েছেন বীরভূমের (Birbhum) সিউড়ির (Siuri) বাসুদেব চক্রবর্তী। তাঁর এই সিদ্ধান্তে প্রথমটায় অবাক হলেও পরে সাদরে তাঁকে অভ্যর্থনা জানানোর তোড়জোড় শুরু করে দেন বাসিন্দারা।
সিউড়ির কড়িধ্যার বাসিন্দা বাসুদেব চক্রবর্তী ওরফে বাসু। কড়িধ্যার সেনপাড়ার এই যুবকের সঙ্গে সম্প্রতি তাঁর স্ত্রীর বিবাহবিচ্ছেদ হয়ে যায়। তারপরেই হাওড়ার (Howrah) অমিত মালিককে বিয়ে করেছেন বাসু। ছোট থেকেই শার্ট-প্যান্ট নয়, শাড়ি-চুরিদার সহ মেয়েদের জামাকাপড় পড়তেই বেশি পছন্দ করতেন তিনি। এলাকায় এই বিষয়টি নিয়ে তাঁকে আগে- আগে টিপ্পনিও শুনতে হয়েছে।
তবে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পরেই ফের নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখতে থাকেন বাসুদেব। হঠাৎ করেই এবার এক যুবককে বিয়ে করেছেন তিনি। তাঁর বিয়ের সেই পর্বের ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) রীতিমতো ভাইরাল (Viral) হয়েছে। বাসুদেব যে হঠাৎ এই সিদ্ধান্ত নেবেন তা ভাবেননি তাঁর আত্মীয় থেকে শুরু করে প্রতিবেশীরা। তবে বাসুদেব ও তাঁর সঙ্গীকে সাদরে অভ্যর্থনা দিয়ে বরণ করে নিতে তৈরি করিধ্যার সেনপাড়ার বাসিন্দারা।