/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/Satabdi-Roy.jpg)
Satabdi Roy: বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়।
Satabdi Roy: লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) যত এগোচ্ছে ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে বঙ্গে। ইতিমধ্যেই জমে উঠেছে নির্বাচনী প্রচার। শাসক-বিরোধী প্রার্থীরা কোমর বেঁধে নেমে পড়েছেন প্রচারে। এরই মধ্যে বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের (Satabdi Roy) একটি মন্তব্য ঘিরে তুমুল জলঘোলা তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে। দলেরই গোষ্ঠী কোন্দল নিয়ে প্রশ্নের উত্তরে বিদায়ী এই তৃণমূল সাংসদ যা বলেছেন তা ঘিরে দলের অন্দরেই চর্চা বাড়ছে।
কী বলেছেন শতাব্দী রায়?
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তাঁকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। উত্তরে শতাব্দী রায় বলেন, "এরাই আবার কাল দেখবেন হাত ধরাধরি করে ভোট করতে যাচ্ছে। এখন যাদের নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলছেন দু'দিন পর দেখবেন ওরাই ভোট করাতে যাচ্ছে। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে ব্যস্ত হবেন না। ওটা একটা তৃণমূলের সিলেবাসের মধ্যে পড়ে গেছে। ইলেকশন এলে সবাই এক হয়ে ভোট করে।"
উল্লেখ্য, সাঁইথিয়ায় তৃণমূলের অঞ্চল কমিটি গঠনকে কেন্দ্র করে সম্প্রতি শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে মারামারি হয়। সেই ঘটনা নিয়েই শতাব্দী রায়কে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। স্বাভাবিকভাবেই তৃণমূলের এই তারকা প্রার্থীর এহেন উত্তরে তুমুল জলঘোলা শুরু।
আরও পড়ুন- Lok Sabha Polls 2024: সকাল-সকাল দেবাংশুর বাড়িতে ‘অভিজিৎ গাঙ্গুলি’? গোটা ঘটনা জানলে তাজ্জব হবেন!
এদিকে নিজের নির্বাচনী কেন্দ্রে প্রচারে ঝড় তুলছেন শতাব্দী রায়। লোকসভা ভোটকে সামনে রেখে দলের থিম গানের ফটোশুটও করেছেন শতাব্দী রায়। সিউড়ির (Siuri) তসরকাটা জঙ্গলে ওই ফটোশুট দেখতে তৃণমূলকর্মীদের পাশাপাশি ভিড় জমিয়েছিলেন বহু সাধারণ মানুষ।