Advertisment

বিজেপি 'ভালো', আরএসএস 'বাজে', বিস্ফোরক মমতা ঘনিষ্ঠ তৃণমূল সভাধিপতি

কর্মীরা না-শোধরালে তাঁদের বিরুদ্ধে উচ্চস্তরে অভিযোগ জানানোরও হুঁশিয়ারি দিয়েছেন এই নেতা।

IE Bangla Web Desk এবং Chinmoy Bhattacharjee
New Update
Mamata Banerjee and Kajal Sheikh

মমতা বন্দ্যোপাধ্যায় ও কাজল শেখ

'বিজেপি ভালো দল। বিজেপি করুন আমার কোনও অসুবিধা নেই। তবে আরএসএস হিন্দুত্ববাদী, মৌলবাদী সংগঠন। তারা হিন্দুদের উসকে মুসলিমদের তাড়ানোর বার্তা দেয়। এদের থেকে সাবধান।'- বৃহস্পতিবার নলহাটিতে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তৃণমূল নেতা ফায়েজুল হক ওরফে কাজল শেখ।

Advertisment

এদিন দুপুরে নলহাটি ২ নম্বর ব্লকের কয়থাতে সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন তিনি। সেখান দুয়ারে সরকারের ক্যাম্প ঘুরে দেখেন। এরপর বিকেলে নলহাটি ১ নম্বর ব্লকের সংবর্ধনা সভায় হাজির হন কাজল শেখ। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, 'যদি মমতা বন্দ্যোপাধায় না-থাকত, তাহলে এনআরসি, সিএএ বন্ধ হত না। ওই দুই আইন চালু হলে শুধু মুসলিমদের নয়, তফসিলি জাতি-উপজাতিদেরও অসমের মত অন্ধকার কারাগারে বন্দি করে রাখত এই বিজেপি সরকার।' এরপরেই তিনি বলেন, 'যাঁরা এখনও ভুল পথে পরিচালিত হচ্ছেন, তাঁদের বলি যে বিজেপি ভালো দল। বিজেপি করুন, আমার অসুবিধা নেই। কিন্তু আরএসএস? ওই সংগঠন হিন্দুত্ববাদী, মৌলবাদী দল। তারা হিন্দুদের বার্তা দিচ্ছে যে মুসলিমদের ভারত থেকে তাড়াতে হবে।'

বিরোধী জোটকে কটাক্ষ করে কাজল শেখ বলেন, 'এখানে বাম কংগ্রেসের জোট করা হয়েছে বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য। বিজেপি যেক'টা পঞ্চায়েত দখল করেছে সেটা জোটের জন্য। তাই এখানে ইসলাম ধর্মে বিশ্বাসী ভাই যাঁরা আছেন, তাঁদের উদ্দেশ্যে বলব জোটের নামে ধোঁকাবাজি দিয়ে বিজেপি সরকার আপনাদের ভুলপথে পরিচালিত করছে।'

আরও পড়ুন- রাজ্যপালের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু! রাজভবনের বাইরে বললেন ‘we shall overcome’, কেন?

নলহাটির সভা থেকে নেতৃত্বকে হুঁশিয়ারি দিয়ে কাজল শেখ বলেন, 'ব্লকের অভিভাবক এবং কর্মীদের চলার পথে ভুল থাকতেই পারে। তবে একবার নয়, পাঁচবার সতর্ক করা হবে। এরপরও যদি না-শোধরায়, তাহলে যেখানে বলার বলব। চেয়ার থাকবে কি না সময় কথা বলবে।' অনুব্রত মণ্ডল পরবর্তী অধ্যায়ে এই কাজল শেখের ওপরই ভরসা রেখে বীরভূমে সংগঠন সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতা বলেই গোটা বীরভূমে কাজল শেখ পরিচিত।

tmc bjp Mamata Banerjee kajal shaikh
Advertisment