বগটুই কাণ্ডের তদন্তে এবার রামপুরহাট থানার আইসি-কে তলব করল সিবিআই। ঘটনার দিন ঠিক কী হয়েছিল তা জানতে সাসপেন্ডেড আইসি ত্রিদীপ প্রামাণিককে জেরা করা হবে। আজ, মঙ্গলবার তাঁকে বগটুইয়ে অস্থায়ী ক্যাম্পে জেরা করা হবে বলে জানা গিয়েছে সিবিআই সূত্রে। এর আগে রামপুরহাটের সাসপেন্ডেড এসডিপিও সায়ন আহমেদকে জেরা করেছে সিবিআই।
সূত্রের খবর, সিবিআই জানতে চায় সেদিন রাতে ঠিক কী ঘটেছিল। পুলিশের কাছে রাত কটা নাগাদ ঘটনার খবর গিয়েছিল, ঘটনার কথা জানতে পেরে আইসি কী ব্যবস্থা নিয়েছিলেন, এগুলোই মূলত জিজ্ঞাসাবাদ করা হতে পারে। কারণ, স্বজনহারা গ্রামবাসীরা পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে অভিযোগ করেছেন। সেদিন রাতে ভাদু শেখের মৃত্যুর পর যদি গ্রামে পুলিশ থাকত তাহলে এমনটা হত না বলে জানিয়েছেন মিহিলাল-শেখলালরা।
ইতিমধ্যেই রামপুরহাট থানার সেদিনের রাতের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে সিবিআই। সূত্রের খবর, সেদিন রাতে থানার আধিকারিকদের গতিবিধি, থানায় বাইরের কেউ এসেছিলেন কি না সেগুলো জানতেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। গতকালই স্বজনহারা মিহিলাল শেখের বয়ান রেকর্ড করেছে সিবিআই। আজ ফের একবার তাঁর বয়ান নিতে পারেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
আরও পড়ুন বগটুইকাণ্ডে মিহিলাল শেখকে জিজ্ঞাসাবাদ, বয়ান রেকর্ড সিবিআইয়ের
এদিকে, বগটুইকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে হল ৯। সোমবার সকালে রামপুরহাট হাসপাতালে মৃত্যু হয় শেখলালের স্ত্রী নাজমা বিবির। বগটুইয়ের ঘটনায় বর্তমানে আহত ৩ জন চিকিৎসাধীন। এঁদের মধ্যে দু’জনকে ছেড়ে দেওয়া হতে পারে। তবে অপর দগ্ধ জারিনা বিবির শারীরিক অবস্থা ভাল নয়। এ দিন তাঁকে ফের ভেন্টিলেশনে দেওয়া হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, আহত নাজমা বিবির দেহের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। রবিবার থেকে তিনি ভেন্টিলেশনে ছিলেন। মুখ্যমন্ত্রী বগটুইকাণ্ডে আহতদের দেখতে হাসপাতালে গিয়ে অসুস্থ নাজমা বিবির সঙ্গেও দেখা করেছিলেন।