Bishnupur Lok Sabha Candidate TMC: ২০১৯, পাঁচ বছর আগে বিষ্ণুপুর লোকসভা থেকে জয়ী হয়েছিলেন বিজেপির সৌমিত্র খাঁ। আইনি জটিলতায় সেবার তিনি বাঁকুড়ায় প্রবেশ করতে পারেননি। সৌমিত্রর হয়ে বিষ্ণুপুরজুড়ে প্রচার সেরেছিলেন তাঁর তৎকালীন স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ। স্ত্রী ভাগ্যেই সেবার সৌমিত্র লোকসভায় পৌঁছতে পেরেছিলেন বলে চর্চা হয়। খোদ প্রধানমন্ত্রী সুজাতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। তারপর পাঁচ বছরে অনেক ঘটনা ঘটেছে। সৌমিত্র-সুজাতা এখন ভিন্ন দলে। ছিন্ন হয়েছে সম্পর্কের বন্ধনও। কালের নিয়মেই এবার সৌমিত্র ও সুজানা সম্মুখ সমরে। লড়াইয়ের ময়দান অবশ্য সেই বিষ্ণুপুরই।
Advertisment
বিজেপি ২০২৪ সালের লোকসভায় বিষ্ণুপুর থেকে প্রার্থী করেছে সৌমিত্র খাঁকে। রবিবার ব্রিগেডে বাংলার ৪২ লোকসভা আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। বিষ্ণুপুরে এবার জোড়া-ফুলের প্রার্থী সুজাতা মণ্ডল।
গতবার লড়েছিলেন 'সেনাপতি' হয়ে। এবার প্রাক্তনের বিরুদ্ধে লড়াই। চ্যালেঞ্জ কঠিন নাকি সহজ? নাম ঘোষণার পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে ব্রেগেডের ব়্যাম্পে হেঁটেছেন। সুজাতার কথায়, 'আমার নেতৃত্ব জানে বিষ্ণুপুরে আমি ২৪ ঘন্টা ৩৬৫ দিন এলাকায় থাকব। এর আগে জেলা পরিষদের ভোটে মানুষ আমাকে আর্শীবাদ করেছেন। আমার বিশ্বাস বিষ্ণুপুর লোকসভার মানুষও আমার প্রতি ভরসা রাখবেন, আশীর্বাদ করবেন।'
লড়াই এবার প্রেসটিজ ফাইঠ, কারণ বিপক্ষে প্রাক্তন স্বামী বিজেপির সৌমিত্র খাঁ। গত ৫ বছর ওই কেন্দ্র থেকেই সাংসদ ছিলেন তিনি। সুজাতার জবাব, 'সেবার বিষ্ণুপুরের মানুষ আমার কথায় যাঁকে ভরসা করেছিলেন তাঁকে এলাকায় দেখা যায়নি। ওটা আমার ভুল ছিল। আমি ক্ষমাপ্রার্থী। আশা করি এবার বিষ্ণুপুরবাসী জেলার মেয়ে, আমার প্রতি আস্থা রাখবেন।'
পাল্টা মুখ খুলেছেন বিষ্ণুপুর লোকসভা বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁও। বলেছেন, 'আমার বিরুদ্ধে তৃণমূল রাজনৈতিক কোনও ব্যক্তিকে প্রার্থী করতে পারল না। কারণ জানে ওরা হারবে।এবারও বিষ্ণুপুরে পদ্ম ফুল ফুটবে।'
২০১৬ সালের ১ জুলাই ভালোবেসে বিয়ে করেছিলেন বিষ্ণুপুর লোকসভার সৌমিত্র খাঁ ও বড়জোড়ার সুজাতা মণ্ডল। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সৌমিত্র। আদালতের নিষেধাজ্ঞায় সৌমিত্র নিজের নির্বাচনী কেন্দ্রে ঢুকতে না পারায়, স্বামীর হয়ে তাঁর কেন্দ্রে প্রচার করেছিলেন সুজাতা। ২০১৯ সালে মূলত সুজাতার কাঁধে ভর করেই নির্বাচনী বৈতরণী পেরিয়েছিলেন সৌমিত্র। গত বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দেন সুজাতা। তারপর থেকেই দু'জনের সম্পর্কে ফাটল প্রকাশ্যে আসে। পরে তা ভেঙে যায়।