বিষ্ণুপুরে গুলিবিদ্ধ বিজেপি কর্মী, কাঠগড়ায় তৃণমূল

যদিও বিষ্ণুপুরের তৃণমূল বিধায়কের দাবি, "অভিযুক্তরা তৃণমূল। তবে এটা কোনও রাজনৈতিক ঘটনা নয়। পাড়াগত ঝামেলা হচ্ছিল। আইন আইনের পথে চলবে।"

যদিও বিষ্ণুপুরের তৃণমূল বিধায়কের দাবি, "অভিযুক্তরা তৃণমূল। তবে এটা কোনও রাজনৈতিক ঘটনা নয়। পাড়াগত ঝামেলা হচ্ছিল। আইন আইনের পথে চলবে।"

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

গুলিবিদ্ধ বিজেপি কর্মী রাধারানী নস্কর

লকডাউনের মধ্য়ে গুলি চলল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের রঘুদেবপুরে। জানা গিয়েছে, গুলিবিদ্ধ বিজেপি কর্মী রাধারানী নস্করকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। তাঁর মাথায় গুলি লেগেছে। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে। যদিও বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মন্ডলের দাবি, "ওই ঘটনা রাজনৈতিক নয়। যদিও আক্রমণকারী তৃণমূল সমর্থক।"

Advertisment

বিজেপি নেতা অভিজিৎ বিশ্বাসের বলেন, "এদিন তৃণমূল দুষ্কৃতীরা দক্ষিণ 24 পরগনার,বিষ্ণুপুর থানার অন্তর্ভুক্ত কুলেরদারি অঞ্চলের রঘুদেবপুর গ্রামে অরুণ নস্করের বাড়িতে হামলা করে। তিনি ওই বুথের বিজেপির সভাপতি। তাঁকে না পেয়ে তাঁর স্ত্রী বিষ্ণুপুর ৪ মন্ডলের সহ-সভাপতি রাধারানী নস্করকে গুলি করে। এখন আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছে।"

জানা গিয়েছে, দুদিন ধরেই রঘুদেবপুর গ্রামে গন্ডগোল চলছিল। লকডাউনের দিনেও ঝামেলা শুরু হয়ে যায়। এই সময় এক পক্ষ গুলি চালায়। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। অভিযোগ, তৃণমূল দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। স্থানীয় বাসিন্দা ঠাকুরানী নস্কর বলেন, "বিজেপি করে বলে এই আক্রমণ। পিস্তল দিয়ে মারছিল। মাটিতে পড়ে গিয়েছিল রাধারাণী নস্কর। তখন উঠে ঝাটা ধরে পাল্টা মারতে যায়। তৃণমূল কর্মী পঞ্চা নস্কর গুলি চালায়।"

বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক বলেন, "অভিযুক্তরা তৃণমূল। তবে এটা কোনও রাজনৈতিক ঘটনা নয়। পাড়াগত ঝামেলা হচ্ছিল। আইন আইনের পথে চলবে।"

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc bjp