কৈলাশে পাড়ি উমার! সিঁদুরখেলায় মাকে বরণ, ঘাটে ঘাটে প্রতিমা নিরঞ্জনে উপচে পড়া ভিড়

বিজয়া দশমীতে কলকাতা-সহ গোটা রাজ্যের সর্বত্র গঙ্গার ঘাটগুলিতে প্রতিমা নিরঞ্জন পর্বে উপচে পড়া ভিড়।

বিজয়া দশমীতে কলকাতা-সহ গোটা রাজ্যের সর্বত্র গঙ্গার ঘাটগুলিতে প্রতিমা নিরঞ্জন পর্বে উপচে পড়া ভিড়।

IE Bangla Web Desk & Nilotpal Sil
New Update
Niranjan Parva of Goddess Durga on Vijaya Dashami at Kolaghat

গঙ্গার ঘাটে প্রতিমা নিরঞ্জন। ছবি: কৌশিক দাস।

দুর্গাপুজো আসছে আসছে…এই ভালো! এলেই যেন হু হু করে দিনগুলো পেরিয়ে যায়। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আজই শেষ দিন। বাঁধনছাড়া উন্মাদনা শেষে আজ সর্বত্র বিষাদের সুর। মা ফিরবেন কৈলাশে। সকলেরই মন ভারাক্রান্ত আজ। গঙ্গার ঘাটগুলিতে প্রতিমা নিরঞ্জন পর্বে সবার একটাই প্রার্থনা, আসছে বছর আবার এসো মা…আজ বিজয়া দশমীতে কলকাতা-সহ গোটা রাজ্যের সর্বত্র গঙ্গার ঘাটগুলিতে প্রতিমা নিরঞ্জন পর্বে উপচে পড়া ভিড়।

Advertisment

বিজয়া দশমী মানেই মন খারাপের দিন। উমা তাঁর বাপের বাড়ি ছেড়ে পুনরায় ফিরবেন কৈলাশে। মন খারাপ আট থেকে আশির। চোখে জল, হাজারও মন খারাপের মাঝে হাসি মুখে সিঁদুর খেলা ও মিষ্টিমুখ। এভাবেই সর্বত্র উমাকে বিদায় জানানোর পর্ব। দেবী রূপে পূজিত হয়ে কন্যা রূপে বিদায় মায়ের।

publive-image
Advertisment

সিঁদুরখেলা শেষে মিষ্টিমুখ।

মঙ্গলবার কোলাঘাট নতুন বাজারের একটি পুজো মণ্ডপে দেখা গেল নজরে পড়ার মত বিজয়া দশমী উদযাপন। সকাল হতেই মণ্ডপে জমায়েত হন উৎসবে মাতোয়ারা বহু মানুষ। বিজয়া দশমীর পূজোর সঙ্গে তাঁরা মেতে ওঠেন ঢাকের তালে ধুনুচি নাচে। ঢাকের বোলে বেজে ওঠে "ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন"।

আরও পড়ুন- মণ্ডপ-উদ্বোধন, সঙ্গে স্লোগান, ২০২৪-এর আগে বড় মহড়া গেরুয়া শিবিরের

publive-image

গঙ্গার ঘাটে প্রতিমা নিরঞ্জন।

মেয়েরা একে অপরকে সিঁদুরে রাঙিয়ে দেন। সমান তালে চলে মিষ্টি মুখের পর্ব। সব মিলিয়ে বর্নাঢ্য বিজয়া দশমীর ছবি ফুটে উঠল কোলাঘাট নতুন বাজারের এই মণ্ডপে। স্থানীয় এক বাসিন্দা তরুণা গাঙ্গুলি বলেন, "দূর্গা তো কেবল দেবী নন। কবে যেন আমাদের ঘরের আদরের মেয়ে উমা হয়ে উঠেছে। তাঁর বাপের বাড়িতে আসাটা যেমন মহা আনন্দের, আবার চলে যাওয়াটাও দুঃখের বিষাদের। এই মহাক্ষণকে বরণ করে নিতেই এই বিজয়া দশমী উদযাপনে মেতেছি।"

West Bengal Purba Medinipur Durga Puja