ফি বারের মতো এবারও বিশ্বকর্মা পুজোর আয়োজন দুর্গাপুর শিল্পাঞ্চলে। শিল্প শহর দুর্গাপুরের ছোট-বড় প্রায় সব কারখানাতেই এবারও পুজোর আয়োজনে ত্রুটি নেই। তবে করোনা কেড়েছে উচ্ছ্বাস, উদ্দীপনা। সংক্রমণ ছড়িয়ে পড়ার আতঙ্কে এবারও পুজোয় অনুষ্ঠানের অনমুতি দেয়নি প্রশাসন। রীতি মেনে পুজো হলেও আগের সেই জৌলুস উধাও। জৌলুসহীন বিশ্বকর্মা পুজো ইস্পাতনগরীতে।
বিশ্বকর্মা পুজো থেকেই দিন গোনা শুরু। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তার আগে বিশ্বকর্মা পুজো ধুমধাম করে পালিত হয়ে শিল্পক্ষেত্র গুলিতে। ছোট-বড় সব কারখানাতেই এদিন পুজোর আয়োজন হয়।
করোনাকালে এই নিয়ে দ্বিতীয় বিশ্বকর্মা পুজো। গতবারেও আড়ম্বরহীনভাবেই বিশ্বকর্মার আরাধনা হয়েছে। এবারও করোনার করাল গ্রাস থেকে মুক্তি মেলেনি। বরং গোদের উপর বিষফোঁড়ার মতো আশঙ্কা বাড়াচ্ছে সংক্রমণের তৃতীয় ধাক্কা। পরিস্থিতি পর্যালোচনায় এবারও কড়া প্রশাসন। পুজোকে কেন্দ্র করে কোনও অনুষ্ঠান, জমায়েতের অনুমতি নেই। দুর্গাপুর শিল্পাঞ্চলের প্রায় সর্বত্র বিশ্বকর্মা পুজোর আয়োজন হয়েছে বটে, তবে তা যেন জৌলুসহীন। গোটা শহর জুড়ে একাধিক জায়গায় বিশ্বকর্মা পুজো হচ্ছে। করোনা বিধি মেনে শুধুমাত্র পুজোর আয়োজনই করা হয়েছে। নিয়ম রক্ষার পুজোতেই আনন্দের খোঁজ।
আরও পড়ুন- স্কুল বন্ধে কোপ শিক্ষায়, বাড়ির দেওয়ালেই ব্ল্যাকবোর্ড এঁকে ছাত্র পড়ান মাস্টারমশাই
দুর্গাপুরের পাশাপাশি হলদিয়া, ব্যারাকপুর, আসানসোল-সহ রাজ্যের সব শিল্পাঞ্চলের ছবিটাও একই। আড়ম্বরহীভাবেই বিশ্বকর্মার আরাধনা সর্বত্র। করোনাকালে কোনও ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। এতটুকু অসাবধানতার ফল হতে পারে মারাত্মক। সেদিকে সজাগ দৃষ্টি রেখেই গতবারের মতো এবারও পুজোকে কেন্দ্র করে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানের অনমুতি দেওয়া হচ্ছে না। পুজো মণ্ডপ চত্বরে জমায়েতেও কড়াকড়ি রয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন