BJP 12th Candidate List 2024: অবশেষে জল্পনার অবসান। ডায়মন্ড হারবারে অবশেষে প্রার্থী ঘোষণা করল বিজেপি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে অভিজিৎ দাস ওরফে ববিকে। এই নিয়ে বাংলায় ৪২তম এবং সর্বশেষ প্রার্থী ঘোষণা করল পদ্মশিবির।
অনেকদিন ধরেই ডায়মন্ড হারবারে প্রার্থী কে হবেন তা নিয়ে জল্পনা চলছিল বিজেপির অন্দরে। সম্ভাব্য নাম হিসাবে উঠে আসেন অনেকে। অভিনেতা রুদ্রনীল ঘোষের নামও ভেসে ওঠে। কিন্তু শেষপর্যন্ত স্থানীয় মুখের উপরেই ভরসা রেখেছে গেরুয়া শিবির। এই কেন্দ্রের দুবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত উনিশের লোকসভা নির্বাচনে বিপুল মার্জিনে এই আসন থেকে জয়ী হন অভিষেক। এবার হ্যাটট্রিকের লক্ষ্য তাঁর। তাঁর বিরুদ্ধে এবার অভিজিৎ দাস ওরফে ববিকে প্রার্থী করল বিজেপি।
কে এই অভিজিৎ দাস ওরফে ববি?
ডায়মন্ড হারবারে বিজেপিতে ববির পরিচিতি ভালই। উল্লেখযোগ্য বিষয় হল, ২০১৪ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার থেকে ভোটে জিতে প্রথমবার লোকসভায় যান, সেবারও অভিষেকের বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন এই অভিজিৎ দাস ওরফে ববি। সেবার তিনি তৃতীয় স্থানে ছিলেন। মাঝে কেটে গিয়েছে ১০ বছর। পশ্চিমবঙ্গের রাজনীতির চালচিত্র অনেকটাই বদলে গিয়েছে। এবার পরিবর্তিত পরিস্থিতিতে অভিজিৎ ভোটের ময়দানে কতটা দাগ কাটতে পারেন সেটাই দেখার।
সম্প্রতি শুভেন্দু অধিকারী বলেছিলেন, 'প্রার্থী তো নিমিত্ত মাত্র। ভোট হবে প্রধানমন্ত্রীর নামে। ডায়মন্ড হারবারে পুরো বিজেপি ভোট করবে। ' এর আগে সজল ঘোষের মুখে এই 'ববিদা'র নাম শোনা গিয়েছিল। এবার সত্যি-সত্যিই গেরুয়া শিবির এই ববির উপরেই আস্থা রাখল।