/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/Sandeshkhali-PS.jpg)
সন্দেশখালি থানা।
Sandeshkhali: আবারও উত্তেজনা সন্দেশখালিতে। এবার এক তৃণমূল সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপির কয়েকজন কর্মীর বিরুদ্ধে। তৃণমূল সমর্থক ওই মহিলাকে রাস্তায় ফেলে বাঁশ দিয়ে পেটানো হয়েছে বলে অভিযোগ। সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আবারও শিরোনামে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। এবার সন্দেশখালির খুলনা গ্রামে এক তৃণমূল সমর্থক মহিলাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে বিজেপির কয়েকজন কর্মীর বিরুদ্ধে। ওই মহিলার দাবি, তৃণমূলকে সমর্থন করেন তিনি। তাঁকে বারবার তৃণমূলের সঙ্গ ছাড়তে হুমকি দিয়েছিল বিজেপির লোকজন। তাঁদের সেই হুমকিতে তিনি পাত্তা দেননি। সেই কারণে আক্রোশবশত তাঁকে লাঠি দিয়ে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে বলে অভিযোগ।
আক্রান্ত ওই মহিলাকে প্রথমে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সন্দেশখালি গ্রামীণ হাসপাতালে। তারপর খুলনা হাসপাতালে নিয়ে গিয়ে তাঁর চিকিৎসা হয়। বর্তমানে ওই মহিলার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- Mango: আম কিনতে ঠকার দিন শেষ! বাম্পার কায়দায় চিনুন ফলের জাত, এলাকা, চাষীর পরিচয়
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে আবারও সন্দেশখালিতে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে। বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ হলেও সেই অভিযোগ অস্বীকার করেছেন এলাকার গেরুয়া দলের নেতারা। উল্টে গোটা ঘটনাটিকে প্রতিবেশীদের মধ্যে ঝামেলার অংশ বলেই দাবি করেছেন বিজেপি নেতারা। সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের করেছেন নিগৃহীতা মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও ওই ঘটনায় এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।