তিন রাজ্যের বিধানসভা ভোট ও বাংলার একটি কেন্দ্রে উপ-নির্বাচনের ফল নিয়ে এবার তৃণমূলকে বেজায় টিপ্পনি বিজেপি নেতা-নেত্রীদের। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে ছড়ার আকারে টিপ্পনি বিজেপিনেত্রী অগ্নিমিত্রা পালের। অন্যদিকে, মেঘালয়ের ৫টি আসনে তৃণমূলের জয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে সোশ্যাল মিডিয়ায় সরব বিজেপি নেতা অনুপম হাজরা।
Advertisment
বৃহস্পতিবার উত্তর-পূর্বের তিন রাজ্য নাগাল্যান্ড, মেঘালয় এবাং ত্রিপুরায় ছিল বিধানসভা ভোটের ফলপ্রকাশ। ত্রিপুরা ও নাগাল্যান্ডে বিজেপি জোট জয়ী হয়েছে। মেঘালয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনও দলই। তবে সেরাজ্যে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে বিজেপির প্রাক্তন জোটসঙ্গী এনপিপি। অন্যদিকে, পশ্চিমবঙ্গের সাগরদিঘি উপ-নির্বাচনের ফলও ঘোষণা হয়েছে গতকালই। সাগরদিঘিতে বামেদের সমর্থন পেয়ে শাসকদল তৃণমূলের হাত থেকে আসনটি ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে কংগ্রেস।
এরাজ্যের সাগরদিঘির পাশাপাশি ত্রিপুরা, মেঘালয়ের বিধানসভা ভোটে জোরদার প্রচার করেছিল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা পালা করে এই দুই রাজ্যে প্রচার সেরেছিলেন। যদিও ত্রিপুরায় খাতাই খুলতে পারেনি তৃণমূল। মেঘালয়ে ৫টি আসনে জিতেছেন তৃণমূল প্রার্থীরা।
নির্বাচনে তৃণমূলের এই ফল নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। টুইটে ছড়ার আকারে কয়েকটি লাইন লিখে তৃণমূল সুপ্রিমোকে বিঁধেছেন বিজেপির এই বিধায়ক। অন্যদিকে, নির্বাচনের ফল নিয়ে ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধেছেন বিজেপির আর এক নেতা অনুপম হাজরাও।