Advertisment

Amit Shah: রাম মন্দিরের উদ্বোধনে মমতা-অভিষেক যাননি, প্রচারে এসে 'কারণ ফাঁস' শাহের

Lok Sabha Election 2024: সন্দেশখালি ইস্যুতেও রাজ্যের শাসকদলকে তুলোধনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সন্দেশখালির মতো ঘটনা দুনিয়ার কোথাও ঘটেনি বলে এদিন দাবি করেছেন শাহ। এমনকী এই ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও কড়া সমালোচনা শোনা গিয়েছে বিজেপির অন্যতম এই শীর্ষ নেতার মুখে।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
BJP Amit Shah Lok Sabha Election 2024 East Burdwan rally

Amit Shah: কাটোয়ার জনসভায় অমিত শাহ।

Amit Shah Lok Sabha Election 2024 Rally West Bengal: জমে উঠেছে লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) লড়াই। ইতিমধ্যেই দুই দফার নির্বাচন মিটেছে। এবার পালা তৃতীয় দফার ভোটের। তার আগে মঙ্গলবার পূর্ব বর্ধমানে জোড়া সভা BJP-র শীর্ষ সেনাপতি অমিত শাহের (Amit Shah)। একগুচ্ছ ইস্যুতে রাজ্যের শাসকদলকে তুলোধনা মোদীর (Modi) প্রধান সেনাপতির। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও (Abhishek Banerjee) নিশানা শাহের। রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধনে আমন্ত্রণ জানানো হলেও কেন মমতা-অভিষেক জাননি, তা নিয়েই এবার বঙ্গের ভোট প্রচারে 'ব্যাখ্যা' অমিত শাহের।

Advertisment

রাম মন্দিরের উদ্বোধনে মমতা-অভিষেকের গরহাজিরা নিয়ে কী বললেন অমিত শাহ?

"আগের লোকসভা ভোটে আপনারা বাংলা থেকে ১৮ টা সিট দিয়ে মোদীজিকে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী করেন। মোদীজি পাঁচ বছরেই রাম মন্দির সংক্রান্ত মামলা যেতেন। ভূমি পুজোও হয়। রামলালার (Ram Lalla) প্রাণ প্রতিষ্ঠা হয়। রাম মন্দির তৈরি হয়ে যাওয়ার পর রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে মমতা দিদি এবং তাঁর ভাইপোকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু অনুপ্রবেশকারীদের ভয়ে তাঁরা কেউই সেই অনুষ্ঠানে যোগ দেননি।"

বর্ধমান পূর্ব লোকসভা আসনে এবার পদ্ম ফোটাতে মরিয়া BJP। হরিণঘাটার বিজেপি বিধায়ক তথা কবিয়াল অসীম সরকারকে এবার এই আসনে প্রার্থী করেছে গেরুয়া দল। তাঁরই সমর্থনে এদিন পূর্ব বর্ধমানের কাটোয়া এবং মেমারির রসুলপুরে নির্বাচনী জনসভা করেন অমিত শাহ। সভায় বক্তব্য রাখতে উঠে অমিত শাহ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ভাইপো তথা তৃণমূলের সেকেন্ড ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন।

বাংলা থেকে শাহের টার্গেট ৩০…

অমিত শাহের কথায়, "আপনারা কি ভাইপোকে সিএম বানাতে চান, নাকি মোদীজি কে পিএম বানাতে চান? মোদীজিকে পিএম বানাতে চাইলে, অসীম সরকারকে ভোটে জিতিয়ে সাংসদ বানান। আর বাংলা থেকে বিজেপিকে ৩০ আসন দিন।"

কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ ইস্যুতে মমতাকে নিশানা শাহের…

“কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ হোক এটা মমতা দিদি চাননি। মমতা দিদি, আপনার কথায় দেশ চলে না। বাংলার জনগণ চায়, ভারতের ঝাণ্ডাই কাশ্মীরের আকাশ ছুঁয়ে থাকুক। তাই মোদীজি ২০১৯ সালের ৫ আগস্ট ধারা ৩৭০ এর সমাপ্তি ঘটিয়ে কাশ্মীরকে চিরদিনের জন্য ভারতের বানিয়ে দিয়েছেন।"

মমতা-অভিষেকের কেন্দ্রীয় বঞ্চনা-অভিযোগের পাল্টা শাহের…

“বাংলার গরিবদের কল্যাণে ১০ বছর মোদীজি কাজ করেছেন। বাংলার কোটি কোটি গরিব বিনামূল্যে যে চাল পায়, সেটা প্রধানমন্ত্রী মোদীজি পাঠান। ১২ কোটি লোকের ঘরে শৌচালয় বানানোর কাজ মোদী সরকার করেছে। ৪ কোটি গরিব লোককে ঘর দেওয়া, ১০ কোটি লোককে গ্যাস সিলিন্ডার দেওয়া এবং ১৪ কোটি লোকের ঘরে নলবাহিত জল পৌঁছে দেওয়ার কাজ মোদী সরকারই করেছে। কিন্তু মোদীর যোজনা দিদি নীচুস্তর পর্যন্ত পৌঁছে দিতে চান না।"

East Burdwan amit shah bjp loksabha election 2024
Advertisment